আলহামদুলিল্লাহ, বিশ্বকাপ উন্মাদনা থেকে নিজেকে বাঁচাতে পেরেছি! আলহামদুলিল্লাহ।

লিখেছেন লিখেছেন হককথা ১৪ জুলাই, ২০১৪, ০৪:১৪:৪৬ রাত



আলহামদুলিল্লাহ। বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেলো। কবে শুরু হয়েছিলো সে তারিখটা মনে নেই, কারণ প্রয়োজন মনে করি নি। আজ শেষ হলো, এটুকু মনে করছি এই কারণে যে, আলহামদুলিল্লাহ, এই বিশ্বকাপ খেলা নিয়ে যে উন্মাদনা দেখলাম চারিদিকে, তা থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন। আল্লাহর কাছে আমি আমার অন্তরের সকল আকুতি দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে, এই বিশ্বকাপ খেলা দেখা বা এর কোন আলোচনা করা বা শোনা বা এরকম কোনো কাজে একটা মিনিট সময় ব্যায় করবো না, পণ করেছিলাম।

আমার সে পণটা রক্ষা করতে পেরেছি। এই ব্লগটা লিখতে যে সময়টুকু গেল, সেটুকু ব্যাতিত বিশ্বকাপ নিয়ে একটা মিনিট সময়ও ব্যায় করিনি। না কোনো খেলা দেখেছি, না কোনো আলোচনা শুনেছি বা পড়েছি। এ কারণেই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। কাউকে খাটো করার জন্য নয়, কষ্ট দেবার জন্যও নয়, আমার মনের আকুতি প্রকাশেই এ পোষ্ট। আলহামদুলিল্লাহ।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244511
১৪ জুলাই ২০১৪ রাত ০৪:৩২
আবু সাইফ লিখেছেন : আলহামদুলিল্লাহ...

আমিও আপনার দলে ছিলাম..
আপনার মতই আছি- বিশ্বকাপ নিয়ে একটা মিনিট সময়ও ব্যায় করিনি।
আলহামদুলিল্লাহ...
১৪ জুলাই ২০১৪ রাত ০৪:৫৫
189924
হককথা লিখেছেন : আল্লাহু আকবর!!!
244512
১৪ জুলাই ২০১৪ রাত ০৪:৩৪
আবু সাইফ লিখেছেন : শুধু খবরের পাতায় যতটুকু চোখ পড়ে ততটুকু ছাড়া
১৪ জুলাই ২০১৪ রাত ০৪:৫৬
189925
হককথা লিখেছেন : আলহামদুলিল্লাহ
244513
১৪ জুলাই ২০১৪ রাত ০৪:৩৭
গ্রামের পথে পথে লিখেছেন : এইবার ঘুষ, ভেজালের রমজান উন্মাদনা শেষ হোক।
১৪ জুলাই ২০১৪ রাত ০৪:৫৭
189926
হককথা লিখেছেন : তা ঠিক দোওয়া করবেন, ওরা যেন সঠিক রমজানের চেতনায় ফিরে আসে। আর আমরাও দোওয়া করি, বক্র ও কুটিল মনের মানুষের মন থেকে বক্রতা দূর হয়ে যাক, কী বলেন?
১৪ জুলাই ২০১৪ সকাল ০৫:২০
189938
গ্রামের পথে পথে লিখেছেন : ভাইজান দোয়ায় কাম হইলে মুমিনরা এতদিনে মানুষ হয়ে যেত, মুমিন থাকতো না।

এই তো- আমি গ্লোবের যে প্রান্তে থাকি সেখানে মুমিনের দোয়া/রমজান নেই, ঘুষ/ভেজালও নেই। তাই বলছি, সবার আগে রমজানের উন্মাদনা ঝাটা মেরে বিদায় করেন। তাতে যদি মুমিনের কপাল খুলে.............।

তো, আপনি রমজান বিদায় কোরেছেন তো?
১৪ জুলাই ২০১৪ সকাল ০৫:২৬
189949
হককথা লিখেছেন : না ভাই, আমি রমজান আঁকড়ে ধরছি। গ্লোবের অন্য প্রান্তে উচ্ছিষ্ট খেতে গিয়ে আপনার কপাল খুলেছে, সে কথাটা এত বড় গলায় বলে বেড়ানোর মধ্যে কোনো বাহাদুরি দেখি না।
১৪ জুলাই ২০১৪ সকাল ০৬:০১
189970
গ্রামের পথে পথে লিখেছেন : না ভাই, ভুল বুঝলেন। আমি যেখানে আছি সেটি সৌদি আরব না। আর দশজনের মত সৌরবে গৌরবে আছি।

"আঙুর ফল টক" বলে একটা কথা আছে। আপনি ডিভি লটারীর আঙুর ধরতে যেয়ে পিছলে পা ভেঙ্গেছেন কিনা জানি না। তবে বাংলাদেশের ৯০ ভাগ মুমিন হাত-পা ভেংগে এখন আঙুরে গিবত করে।
১৪ জুলাই ২০১৪ সকাল ০৬:০৪
189972
হককথা লিখেছেন : আহারে! আঙ্গুল ফল টক বলে নিজের মনকে শান্তনা দিচ্ছেন? একটু খেয়াল করলেই দেখতেন আপনার পাশেই আছি। অবশ্য ডিভির আবেদন করতে হয় নি। আলহামদুলিল্লাহ।
১৪ জুলাই ২০১৪ সকাল ০৬:১১
189974
গ্রামের পথে পথে লিখেছেন : ওহ, তাই নাকি!

তো মক্কা/মদীনা'র মুমিন পুলিশের ঠ্যাংগানি খেয়ে কবে থেকে আমাদের মুক্ত-স্বাধীন দেশে মাথা গুজে আছেন?
244516
১৪ জুলাই ২০১৪ রাত ০৪:৪৭
সন্ধাতারা লিখেছেন : গঠনমূলক গুরুত্বপূর্ণ অনুভূতির জন্য অনেক ধন্যবাদ।
১৪ জুলাই ২০১৪ রাত ০৪:৫৭
189927
হককথা লিখেছেন : ধণ্যবাদ আপনাকেও।
244529
১৪ জুলাই ২০১৪ সকাল ০৬:১২
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
244538
১৪ জুলাই ২০১৪ সকাল ০৮:০৭
চোরাবালি লিখেছেন : আমি খেলা দেখেছি ইরানের সঙ্গে আর্জেনটিনার মিনিট ৩০ কারণ পিচ্চিদুটির অত্তাচারে খুবই অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে টিভি রুমে বসেছিলাম; আর আর্জেনটিনা নেদাল্যান্ডের মিটিন ২০। কারণ কাজে গিয়ে আটকে গিয়েছিলাম চিটাগাং আর হোটেলে সেহেরি খাওয়ার পর একটু সময় দেখেছিলাম
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৫
190212
হককথা লিখেছেন : ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য।
244556
১৪ জুলাই ২০১৪ সকাল ১০:২৭
ইবনে হাসেম লিখেছেন : আল্লাহ আমাকেও এই উম্মাদনা থেকে বাঁচিয়েছেন। আমিন, ছুম্মা আমিন।
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৫
190213
হককথা লিখেছেন : আলহামদুলিল্লাহ।
244618
১৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৭
আমি মুসাফির লিখেছেন : আমার রুমেই চলছিল বিশ্বকাপ খেলা সাবই টান টান উত্তেজনা নিয়ে খেলা দেখছিল আমি ঘুমানোর সিদ্ধান্ত নেই এবং ঘুমিয়ে পড়ি পরে আবার চেচেমেচির জন্য উঠে পড়ি।
সবাই কষ্ট করে রাত জেগে অধির আগ্রহে খেলা দেখলেও ইবাদতের প্রতি তেমন আগ্রহ লক্ষ করি নাই।
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৫
190214
হককথা লিখেছেন : এটাই বাস্তবতা। পড়ার জন্য ধন্যবাদ।
244680
১৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
হতভাগা লিখেছেন : আজ যে শেষ হলো সেটাই বা জানলেন কি করে ?
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৬
190215
হককথা লিখেছেন : ফেচ বুকের বদৌলতে, বিভিন্ন জনের উল্লসিত পোষ্ট দেখেই জেনেছি।
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
190236
হতভাগা লিখেছেন : বুঝা গেছে আপনি না দেখলেও ভিতরে ভিতরে খবর রাখতেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File