আলহামদুলিল্লাহ, বিশ্বকাপ উন্মাদনা থেকে নিজেকে বাঁচাতে পেরেছি! আলহামদুলিল্লাহ।
লিখেছেন লিখেছেন হককথা ১৪ জুলাই, ২০১৪, ০৪:১৪:৪৬ রাত
আলহামদুলিল্লাহ। বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেলো। কবে শুরু হয়েছিলো সে তারিখটা মনে নেই, কারণ প্রয়োজন মনে করি নি। আজ শেষ হলো, এটুকু মনে করছি এই কারণে যে, আলহামদুলিল্লাহ, এই বিশ্বকাপ খেলা নিয়ে যে উন্মাদনা দেখলাম চারিদিকে, তা থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন। আল্লাহর কাছে আমি আমার অন্তরের সকল আকুতি দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে, এই বিশ্বকাপ খেলা দেখা বা এর কোন আলোচনা করা বা শোনা বা এরকম কোনো কাজে একটা মিনিট সময় ব্যায় করবো না, পণ করেছিলাম।
আমার সে পণটা রক্ষা করতে পেরেছি। এই ব্লগটা লিখতে যে সময়টুকু গেল, সেটুকু ব্যাতিত বিশ্বকাপ নিয়ে একটা মিনিট সময়ও ব্যায় করিনি। না কোনো খেলা দেখেছি, না কোনো আলোচনা শুনেছি বা পড়েছি। এ কারণেই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। কাউকে খাটো করার জন্য নয়, কষ্ট দেবার জন্যও নয়, আমার মনের আকুতি প্রকাশেই এ পোষ্ট। আলহামদুলিল্লাহ।
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও আপনার দলে ছিলাম..
আপনার মতই আছি- বিশ্বকাপ নিয়ে একটা মিনিট সময়ও ব্যায় করিনি।
আলহামদুলিল্লাহ...
এই তো- আমি গ্লোবের যে প্রান্তে থাকি সেখানে মুমিনের দোয়া/রমজান নেই, ঘুষ/ভেজালও নেই। তাই বলছি, সবার আগে রমজানের উন্মাদনা ঝাটা মেরে বিদায় করেন। তাতে যদি মুমিনের কপাল খুলে.............।
তো, আপনি রমজান বিদায় কোরেছেন তো?
"আঙুর ফল টক" বলে একটা কথা আছে। আপনি ডিভি লটারীর আঙুর ধরতে যেয়ে পিছলে পা ভেঙ্গেছেন কিনা জানি না। তবে বাংলাদেশের ৯০ ভাগ মুমিন হাত-পা ভেংগে এখন আঙুরে গিবত করে।
তো মক্কা/মদীনা'র মুমিন পুলিশের ঠ্যাংগানি খেয়ে কবে থেকে আমাদের মুক্ত-স্বাধীন দেশে মাথা গুজে আছেন?
সবাই কষ্ট করে রাত জেগে অধির আগ্রহে খেলা দেখলেও ইবাদতের প্রতি তেমন আগ্রহ লক্ষ করি নাই।
মন্তব্য করতে লগইন করুন