দে পরিয়ে ডান্ডা বেড়ী; চল যাই চল শ্বশুরবাড়ী

লিখেছেন লিখেছেন হককথা ১৬ জুন, ২০১৩, ০৩:২৫:১৪ দুপুর



আরে রাখ তোর হাত কড়া

রাখ গে তোর ডান্ডা বেড়ী-

চল দেখি তুই কোথায় নিবি-

থানা? সে তো মোর শ্বশুর বাড়ী!

রাখ গে তোর জেলখানা-

দেশটাই তো মস্ত কারাগার।

জুলুমে জীবন নাভিশ্বাস-

এরপর কোথায় নিবি আর?

জানি ‘ডিমান্ড’ বড় ‘রিমান্ডে’র-

সে ভয় তুই দেখাস কারে?

দু’চার শ না হয় রিমান্ড নিলিই

পারবি নিতে পুরো জাতটারে?

আমার দুটি শুন্য হাত

তাই দিলাম বাড়িয়ে-

দে তোর হ্যান্ডকাপ-

পা’এ দে ডান্ডা-বেড়ী পরিয়ে।

দেরী আর সয়না রে ভাই-

দে, পরিয়ে দে ডান্ডা বেড়ী-

দেখে আসি দৌড়টুকু তোর

চল যাই, ঘুরে আসি শ্বশুর বাড়ী।

বিষয়: বিবিধ

১৫১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File