চীরদু:খী দু:খু মিঞা, বি ডি টুডে ব্লগ আর আমাদের মৃত চেতনা।
লিখেছেন লিখেছেন হককথা ২৬ মে, ২০১৩, ০১:৪৬:৫৬ দুপুর
জাতিয় কবি, বিদ্রোহি কবি, চির বসন্তের কবি, কবি নজরুলের জন্মদিন চলে গেল। কখন এসেছিল, আবার তা কখন গেল, কেউ টের পেল না। প্রধানমন্ত্রী একটা বাণী দিলেন, কেউ কেউ দু'একটা গান গাইলেন, কবিতা আবৃতি হলো কোথাও কোথাও। সব যেন দায়সারা গোছের। প্রাণের উন্মাদনা নেই তাতে, আন্তরিকতার ছিটে ফোটাও নেই। রবীন্দ্রণাথের জন্মবার্ষিকীতে যেমন একমাস আগে হতেই নাচানাচি শুরু হয়, তার কিছুই নেই। ছিলও না।
স্বাধীনতার কথা বলা কবির কোন প্রয়োজন নেই পরাধীনতার জিঞ্জির পরতে উদ্রগীব জাতির। জুলুমের প্রতিবাদী কবির কি'ই বা দরকার আত্ববিষ্মৃত মজলুমের?
দু:খু মিঞার আবার কোন জীবন হলো? সাধের বি ডি টুডে ব্লগও একটা পোষ্ট স্টিকি করল না এই দু:খু মিঞার স্মরণে। এখানেও জনমদু:খী দু:খু মিঞা উপেক্ষিতই রয়ে গেলেন! এ লজ্জা রাখি কোথায়? তার একটা কবিতার ছোট্ট একটা চরণের কথা মনে পড়ছে;
বাংলাদেশও মাতল কি রে? তপস্যা তার ভূলল অরুণ?
তাড়িখানার চিৎকারে কি নামল ধুলায় ইন্দ্র বরুণ?
ব্যগ্র-পরাণ অগ্রপথিক, কোন বাণী তোর শুনাতে সাধ?
মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর ঢক্কা-নিনাদ? (পথের দিশা)
না, নিন্দাবাদীর তীর্যক নিন্দার মেকী ভয়ে ভীত হয়ে আমরা, আমাদের স্বাধের ব্লগও দু:খু মিঞার জীবন আর যৌবনের মন্ত্র, বাদ আর প্রতিবাদের মন্ত্র শুনতে আর শোনাতে দিলাম না।
বিষয়: বিবিধ
২০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন