আমার লেখা নিজের নামে প্রকাশ করার প্রতিবাদ জানাচ্ছি।

লিখেছেন লিখেছেন হককথা ১৭ মে, ২০১৩, ০১:৫৩:৩১ দুপুর

আমি বিগত ৯ই মে ২০১৩ তারিখে 'ইতিহাস তারাই গড়ে, যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়' শিরোনামে একটা লেখা দিয়েছিলাম এ ব্লগে। লেখাটি একইসাথে প্যারিসভিশন নিউজেও ছাপা হয়েছিল আমার নিয়মিত ফিচার হিসেবে, ৮ই মে বিকেল এ। (নীচের লিংক এ দেখতে পারেন।)

http://www.parisvisionnews.com/2011-10-19-15-40-00.html?start=9

লেখাটি আমি পরের দিন ৯ই মে তারিখে বিডিটুডে ব্লগে পোষ্ট করেছিলাম। অথচ আমার সেই লেখাটিই বিডিটুডে'র আর এক ব্লগার 'ওরিয়ন ১' নিজের নামে ছাপিয়েছেন! (তার লিংক হলো http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/2729/Orion_sky/15088#.UZXf0EqelOg )

অথবা যে কেউ 'ওরিয়ন ১' এর ব্লগে গিয়ে ব্যাপারটা দেখে আসতে পারেন।

প্রিয় মডারেটর, এরকম অনৈতিকতা চলা উচিৎ নয়।

বিষয়: বিবিধ

১৪৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File