আশরায়ে মুবাশ্বারা'র সাহাবী সা'দ বিন আবি ওয়াক্কাস রা: পদস্পর্শে ধন্য বাংলাদেশকে তুমি রক্ষা করো হে আল্লাহ। (রিপোষ্ট)

লিখেছেন লিখেছেন হককথা ১৪ মে, ২০১৩, ১১:৪৮:৪৯ সকাল

আশরায়ে মুবাশ্বারা'র অনত্যম সাহাবী হজরত সা'দ বিন আবি ওয়াক্কাস রা: এর পদস্পর্শে ধন্য এ বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি, আয় আল্লাহ, তুমি এ দেশকে, এ দেশের দূ:খী মানুষকে রক্ষা করো। এদের তুমি হেফাজত করো হে মাবুদ।

মাওলাগো, তোমার প্রিয় হাবিবকে কটুক্তি করাতে এই সাধারণ মানুষগুলো মোটেও জড়িত নয়, এরা বরং তোমার প্রিয় হাবিব সা: এর ভালাবাসায় বুকের রক্ত উজাড় করে দিতে প্রস্তুত। দিয়েছেও, সেটা তুমি দেখেছ। মাওলাগো, তুমি, এদের ধ্বংস করে দিও না।

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File