মাননীয়া প্রধানমন্ত্রী কানে কম শোনেন, জানি। চোখেও কি কম দেখেন? হায়, হায়, দেশবাসীর কি হবে?
লিখেছেন লিখেছেন হককথা ১০ মে, ২০১৩, ১০:২৭:২১ রাত
আজ সরকারি প্রেসনোট জারী করে বিগত ৫ই মে দিবাগত রাতে মতিঝিলে (মৃতু্ঝিলে !) হেফাজতে ইসলামির সমাবেশে সরকারী বাহিনীর অভিযান পরিচালনা প্রসঙ্গে বলা হয়েছে সেখানে কোন রকম আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি।
বটে।একটা জঘন্য হত্যাকান্ড সংঘটনের পাঁচদিন পরে এসে প্রেসনোট দিতে গিয়ে সরকারের পক্ষে এ ছাড়া আর কিই বা বলার ছিল? আর কিই বা তারা বলতে পারত?
যাহোক সেটা বিষয় নয়। দেশবাসী যা জানার তা জেনেছে। যা দেখার তা তারা দেখেছে। ডিজিটাল যুগে এসব কি আর লুকোনো যায়?
আমার প্রশ্নটা অন্যখানে। সেই উদিচির অনুষ্ঠানে গ্রেনেড হামলা হলে মাননীয়া প্রধানমন্ত্রী কানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, জানি। সে থেকে তার কানে সমস্যা আছে। সেটা চক্ষুবিশেষজ্ঞ, মাননীয়া প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা অনেক আগেই জাতিকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীও সে কান দেখাতে ফখরুদ্দীনের আমলে আমেরিকা গিয়েছিলেন চিকিৎসা করাতে।
কিন্তু তাঁর চোখেও যে সমস্যা আছে, সেটাতো আমরা জানতাম না! তিনি নাকি 'অপারেশন ফ্রিডম শাপলা'র রাতে টেলিভিশনে অভিযানটি দেখেছেন। যদি দেখেই থাকেন, তা হলে কি তিনি পুলিশ রৎাব আর বিজিবির মুহুর্মহু গুলীর শব্দ শুনতে পাননি?
যদি না পেয়ে থাকেন, তা হলে আমাদের দূর্ভাগ্যই বলতে হবে। দেশের প্রধানমন্ত্রী যদি একাধারে কানে কম শোনেন, চোখেও কম দেখেন, তা হলে দেশবাসীর কি হবে? এই দেশবাসীর কান্নার রোল শুনবে কে? তাদের দুরাবস্থা দেখবে কে?
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন