ব্লগার 'হুরপরী'র ভাষায় কুরআন হলো 'সাত শতকের পুরোনো মাল' ও আমার জবাব (রিপোষ্ট)

লিখেছেন লিখেছেন হককথা ০৩ মে, ২০১৩, ০৯:৩৩:১৬ রাত

গতকাল 'ইসলামের বিজয় প্রত্যাশীদের প্রতি একটা নিবেদেন-- (রিপোষ্ট) ' শিরোনামে আমার একটা পোষ্টে ব্লগার 'হুরপরী' বার বার আল কুরআন ও আল্লাহ রাসুল নিয়ে অশালীন মন্তব্য করে আসছে, তার মন্তব্যের জবাবটা যথাস্থানে দিলেও সেটা আলাদা পোষ্ট আকারে সকলের অবগতির জন্য আবারও ব্লগে দিলাম।

"বারবার আপনি কেবলই অশালীন, অভদ্রভাবে মন্দীরের ঐসব নারীদের মত মুখিয়ে আসেন অসংলগ্ন প্রলাপ বকতে, আপনি কি বোঝেন যে, আপনার এ রকম গর্হিতাচরণ ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোন বিবেকবান মানুষের মনে কেবলই ঘৃণার জন্ম দেয়? আত্বসম্মানবোধ বলে কিছু একটা থাকে, মানুষের মনে, শুনেছেন কখনও? যাক, আপনার অভিহিত 'সাত শতকের পুরোনো মাল' নিয়ে তিনজন বিশ্বখ্যাত অমুসলিম বিজ্ঞানীর কথা তুলে দিলাম, দেখুন, তারা কি বলেন;

কানাডার University of Manitoba, এর অধিনে Department of Anatomy র প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর টি ভি এন পারসদ (Dr. T. V. N. Persaud) যিনি একাধারে ১৬ বৎসর ঐ পদে অধিষ্ঠিত ছিলেন, লিখেছেন এ্যনাটমির ২২টি বিশ্ববিখ্যাত বই, ১৮০টি গবেষণাপত্রও ।যাঁকে Canadian Association of Anatomists পক্ষ থেকে সে দেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কার the J.C.B. Grant Award দেয়া হয়েছে ১৯৯১ সালে। বিশ্বখ্যাত এই বিজ্ঞানী কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারে আল কুরআন হতে সংশ্লিষ্ঠ বিষয়ে আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন; You have someone illiterate making profound pronouncements - amazingly accurate about scientific nature. [so] many accuracies - I have no difficulty in my mind that this is a divine inspiration or revelation which led him to these statements.

ভাবানূবাদ: আপনার সামনে একজন নিরক্ষর ব্যক্তি সুনিশ্চিতভাবে (এসব বিষয়ে) এমনসব ঘোষণা দিচ্ছেন, যা আশ্চর্যজনকভাবে নির্ভূল! বারংবার এই নির্ভূলতার মাত্রা এত বেশী যে, এ ব্যাপারে আমার মনে কোনই সন্দেহ নেই; ঐশ্বরিক, পারলৌকিক বার্তাপ্রাপ্তির কারণেই তিনি এমনসব ঘোষণা দিতে পেরেছেন।

অর্থাৎ এ বিজ্ঞানী স্বীকার করছেন, আল কুরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ, এবং তা নির্ভূল।

আবার দেখুন জাপানের Dr. Yoshihide Kozai যিনি National Astronomical Observatory, Mitaka, Tokyo, Japan এর পরিচালক এবং একই সাথে একজন বিশ্বখ্যাত জোতির্বিজ্ঞানীও বটে, তার এক বক্তব্যে বলতে বাধ্য হয়েছেন;

‘ I am very much impressed by finding true astronomical facts in [the] Quran, and for us the modern astronomers have been studying very small pieces of the universe. We’ve concentrated our efforts for understanding of [a] very small part. Because by using telescopes, we can see only very few parts [of] the sky without thinking [about the] whole universe. So, by reading [the] Quran and by answering to the questions, I think I can find my future way for investigation of the universe’

ভাবানূবাদ; আল কুরআনে মহাকাশবিজ্ঞানের তথ্য দেখে আমি বিষ্ময়াভিভুত। আমরা আধুনিক মহাকাশবিজ্ঞানীরা এর খুব ক্ষুদ্র একটা অংশের উপরেই গবেষণা করছি, আমাদের সকল মনযোগও নিবদ্ধ রয়েছে মহাকাশের খুব সামান্য অংশকে বুঝতে। কারণ, টেলিস্কোপের সাহায্যে আমরা বিশাল মহাকাশের খুব ক্ষুদ্র একটা অংশকেই দেখতে পাই। তাই, ভবিষ্যতে আমার গবেষণার গতি কোন দিকে ধাবিত করতে হবে, কুরআন পড়ে সেটা বুঝতে পারছি।

আর ওদিকে থাইল্যন্ডের বিজ্ঞানী Professor Tejatat Tejasen যিনি Chiang Mai University’র বিভাগীয় চেয়্যারম্যান এক কনফারেন্সে হাজির ছিলেন, সেখানে উপস্থিত বিজ্ঞানীদের উপস্থাপিত তথ্য প্রমাণ ও আল কুরআন থেকে আলোচনা শুনে আবেগাপ্লুত হয়ে বলে উঠেন; During the last three years, I became interested in the Quran .... From my study and what I have learned from this conference, I believe that everything that has been recorded in the Quran 1400 years ago must be the truth; that can be proved by the scientific means

ভাবানূবাদ; বিগত তিনটি বৎসর আমি আল কুরআন নিয়ে আগ্রহী হয়ে উঠি, আমার কুরআন পাঠ আর এই কনফারেন্সে যা জানলাম, ( এ থেকে) আমি মনে করি, চৌদ্দশত বৎসর আগে কুরআনে যা বর্ণিত হয়েছে, তা সবটুকুই সত্য এবং বৈজ্ঞানিক যুক্তি ও তথ্য দিয়েই তা প্রমাণ করা সম্ভব।

এখন আপনি বলুন, আপনার মত এক হুরপরী ভেকধারীর প্রলাপে কোন পুরুষ, কোন নারী মনযোগ দেবে, কেনই বা দেবে? পথে চলতে কত উন্মাদকেই তো দেখি প্রলাপ বকছে, ওদের আমরা করুণাভরে উপেক্ষা করি। আর সে সাথে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, এটা ভেবে যে, আমাকে ওরকম উন্মাদ করেন নি তিনি। আপনার অবস্থা দেখে আমার সেই একই অবস্থা। এখনও কি বুঝলেন না?"

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File