ব্যবচ্ছেদ
লিখেছেন লিখেছেন দারবিশ ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫৭:৫৩ দুপুর
আমাদের সত্যগুলো দুইরকম
কিছু তোমার দিক থেকে কিছু আমার দিক থেকে
আমাদের মিথ্যাগুলো দুইরকম
কিছু আমার দিক থেকে কিছু তোমার দিক থেকে
আমাদের হাসিগুলো দুইরকম
কিছু তোমার দিক থেকে কিছু আমার দিক থেকে
আমাদের কান্নাগুলো দুইরকম
কিছু আমার দিক থেকে কিছু তোমার দিক থেকে
আলো এবং অন্ধকারও
আমাদের নিজস্ব ব্যাখ্যায় দুইভাগে বিভক্ত হয়ে আছে
হেরে যাওয়া অথবা জিতে যাওয়ার
দৈনন্দিন ঘটনাগুলো আমাদের দুইজনের
দুইদিকে দুইভাবে আলোচিত হয়
কিন্তু বল-
আমাদের ভালবাসা
এত ভাগাভাগি আর ভাঙ্গাভাঙ্গির পরও কেন
একদিক থেকে সত্য
হয় আমার দিক থেকে নয় তোমার দিক থেকে।
বিষয়: সাহিত্য
১০৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন