বিশ্বাসীর তাসবিহ-গোনা
লিখেছেন লিখেছেন দারবিশ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৯:৩২ রাত
আমাদের বাড়ির নাম ছিল ’মনলোভা’
এখন আর এ নাম নেই
নামটা খুব মিষ্টি এবং সুন্দর
কিন্তু এখন ওপাড়ার লোকেরা বলে ভ’তের বাড়ি
জৌলুসের জন্য পিতৃপুরুষের কী কদর ছিল তখন
বাইরে বেরুলে ছাতা ধরার লোক ছিল কত
বাড়ির আশপাশে ফলের বাগান
হাজারো পাখির কাকলি, ফুলের সৌন্দর্য্য
দেখতে আসতো লোকেরা দলে দলে
এখানে আসতে পারাটাই ছিল আনন্দের
এখন এ বাড়ি শ্যাওলা জমে পরিত্যক্ত
এরূপ হবে বা হতে পারে আমরা কখনও ভাবিনি
পুরনো দিনগুলো ক্যালেন্ডারের পাতার সাথে উড়ে গেছে দূরে
এ বাড়ি থেকে যে বেরিয়ে গেছে
সে আর ফিরে আসেনি বা আসতে পারেনি
অথবা আসতে চায়নি
দিনের আলোর পথ ধরে মিলিয়ে যায় সূর্য
মোমবাতি জ্বেলে একা রাত্রিকে পাহারা দিই আমি
ঝিঁ-ঝিঁ’র শব্দে রাতের গভীরতা বাড়ে
বাড়ে শিয়াল এবং কুকুরের আর্তনাদ
মোমবাতি জ্বলে জ্বলে নিঃশেষ হয়
তার সাথে শেষ হয় বিশ্বাসীর আয়ুর তাসবিহ-গোনা ।
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন