সরকারের ডমেষ্টিক ওলামা মহাসমাবেশ নিয়ে বিডি নিউজ ২৪ ডটকমের হলুদ সাংবাদিকতার আজব নমুনা !
লিখেছেন লিখেছেন মুসাফির ২৩ মার্চ, ২০১৩, ০৬:৫৯:১৪ সন্ধ্যা
শেখ হাসিনা সরকারের গৃহপালিত ওলামায়ে (ছু)কেরামের প্রতিনিধি ও শোলাকিয়া ঈদগাহের দখলদার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের মহা সমাবেশ ছিল আজ(শনিবার) মতিঝিল শাপলা চত্তরে ।গতকাল রিপোটার্স ইউনিটে সাংবাদিক সমাবেশ করে মাসউদ সাহেব বলেছিলেন আজকের মহাসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে ! সকাল দশটা থেকে মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বিকাল ৩টায় প্রোগ্রাম শুরু হয় শ দুই এক লোকের উপস্থিতিতে ! লক্ষাধিক লোকের স্থলে দুইশত লোক কেন জানতে চাওয়া হলে Rtnn প্রতিনিধিকে তারা জানান যানজটের কারনে লোকজন নাকি আসতে পারছেন না । মিডিয়ার লোকেরা সকাল থেকে সেখানে পুর্ণ প্রস্তুতি নিয়ে উপস্থিত ছিলেন ! মহাসমাবেশকে ঘিরে তাদের উতসাহের কোন কমতি ছিলনা ।৭১ টিভি সহ অনেকে লাইভ প্রকাশের মাল মোশলা নিয়ে সেখানে হাজির ছিলেন কিন্তু মহাসমাবেশের উপস্তিতি এত নগন্য ছিল যে ভিডিও ম্যানরা রেকড করতে ও লজ্জা পাচ্ছিলেন ! এমনকি ষ্টেইজের উপস্থিতিটাও খুব ভাল ছিলনা যার ফলে কোন কোন মিডিয়া গতকালকের সাংবাদিক সম্মেলনের ছবি দিয়ে মহাসমাবেশের নিউজ করেছে ! এর মধ্যে অন্যতম "বিডি নিউজ২৪ডটকম" ! তারা গতকালের রিপোটার্স ইউনিটের ছবি দিয়ে আজকের মহাসমাবেশের নিউজ করেছে কিন্ত তাদের চালাকি পাঠকের সামনে ধরা পড়ে যা্য় একারনে যে ব্যানারে লেখা রয়েছে "রিপোটার্স ইউনিট"কথা টা ।কথায় বলে চোরে শতর্কতার সাথে চোরি করলেও মনের অজান্তে শেষ চিহ্নটুকু রেখে যায় ! আজ বিডিনিউজ২৪ ভাল ভাবেই ধরা খেয়েছে ।কথায় আছেনা :চোরের দশ দিন আর গৃহস্থের একদিন !
জানা যায় এ মহা সমাবেশে আলীগ দলীয় লোকজন সাপ্লাই দেওয়ার কথা ছিল কিন্তু এক্ষেত্রে কিশোর গন্জের এক এমপি বাদ সাদেন, কারন মাসউদ সাহেব যদি মহাসমাবশে একটা ভাল লোক সমাগম দেখাতে পারেন তাহলে দলে তার একটা ইমেজ তৈরি হত এবং আগামী এমপি ইলেকশনে তার প্রার্থী হওয়ার বিষয়টা সামনে চলে আসত তাই ঐ এমপি নিজের বাড়া ভাতে ছাই দিতে রাজি হননি । হয়ত দুই একদিনের ভিতর আর অনেক কিছু বেরিয়ে আসতে পারে তবে এ মহাসমাবেশে সরকার বা মাসউদ সাহেব লাভমান হোন আর নাই হোন সরকারের ডমেস্টিক ও দালাল মিডিয়া গুলো ভাল ভাবে ধরা খেয়েছে ।
http://bangla.bdnews24.com/bangladesh/article605335.bdnews
বিষয়: রাজনীতি
২৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন