কুরবানীর গরুর গোশত যদি এভাবে রাজ পথে কোন ?????

লিখেছেন লিখেছেন মুসাফির ১৭ মার্চ, ২০১৭, ০৯:৩৯:১৫ সকাল

নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। এখানে বাস করে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সহ অনেক উপজাতী লোকজন। প্রত্যেক ধর্মের লোকেরা স্বাধীন ভাবে তাদের ধর্মীয় উতসব গুলো পালন করে আসছে আবাহমান কাল থেকে।এক ধর্মের লোকেরা অপর ধর্মের লোকদের তাদের ধর্মীয় উতসব চাপিয়ে দেয়নি । আজ দুদিন হল আমার জন্মভূমি বাংলাদেশের রাজধানী ঢাকায় রাজপথে হিন্দুদের ধর্মীয় উতসব "হোলী" খেলার নামে রাজপথে দিবালোকে শত শত মানুষের উপস্থিতিতে যেভাবে বখাটে ছেলেরা মুসলিম মা বোনদের গায়ে রং মাখিয়ে রাজপথে তাদের নাজেহাল করল এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই, ফেইসবুকে ভিডিও গুলো যখনই দেখেছি আমার পাজর ভেংগে গেছে, চোখ দিয়ে পানি এসেছে। একজন হিজাব পরা মহিলা যখন তার উপর নির্যাতনের বর্ণনা দিচ্ছিল টিভি সাংবাদেকের কাছে তখন ও এক বখাটে মহিলার কুখে কালি মাখিয়ে দেয়।তখন সে মহিলা ফ্যালফ্যাল করে অসহায়ের তাকিয়ে থাকে আইন শৃংখলা বাহিনীর সামনে এ ঘটনা গুলো ঘটছে কিন্তু বখাটেদের থামানোর কেউ নাই । হায়রে হতভাগা বাংলার মুসলমান ! বছর কয়ে আগে এক নির্যাতিত সাংবাদিক কলাম লিখেছিলেন " মুসলমানদের মানবাধিকার থাকতে নেই" আজ যেন তা অক্ষরে অক্ষরে প্রমানিত হল। আজ যদি মুসলমানের কুরবানীর ঈদ হত এবং কুরবানীর গরুর গোশত যদি এভাবে রাজ পথে কোন হিন্দুদের মুখে লাগিয়ে দেওয়া হত তাহলে কি হত? আজ যারা সুশীল সমাজ, সাংবাদিক , বুদ্ধিজীবি, যারা নিগৃহীত নারীর পক্ষে কথা না বলে বখাটেদের পক্ষে কথা বলছেন " ধর্ম যার যার- উতসব সবার" একটা উতসবে ছেলেরা মেয়েদের মুখে রং লাগিয়ে আনন্দ করছে এতে দোষের কি আছে ! তখন কি তারা বলতেন মসলমানের ঈদ উতসবে গরুর গোশত হিন্দু মেয়েদের মুখে লাগিয়ে আনন্দ করছে তাতে আর দোষের কি ? আজ যারা এ জঘন্য কাজের পক্ষে কথা বলছেন তারা কি সেদিন চুপ করে থাকতেন , মোটেও না মিডিয়ার সুবাদে সারা পৃথিবী আলোড়িত হয়ে যেত। আমি সমস্ত বিবেকবান মানুষের কাছে আকুল আবেদন করছি যে যেখানে আছেন এ জঘন্য কাজের প্রতিবাদ করুন ।

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382293
১৭ মার্চ ২০১৭ দুপুর ১২:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুসলিমদের বিরুদ্ধে হলে সংস্কৃতি আর পক্ষে হলে মেীলবাদিতা!!!
382298
১৭ মার্চ ২০১৭ রাত ০৯:৫০
সন্ধাতারা লিখেছেন : Salam. Nice explanation
382306
১৮ মার্চ ২০১৭ রাত ০১:২১
কুয়েত থেকে লিখেছেন : নব্বই ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ হলেও নেতৃত্ব ও কতৃত্ব চলছে অন্যদের আপনাকে ধন্যবাদ
382308
১৮ মার্চ ২০১৭ সকাল ০৮:১৪
চেতনাবিলাস লিখেছেন : বাংলাদেশ সত্যিকারার্থেই এখন আর মুসলমানদের না। এটা এখন হিন্দুদের | কথিত বাংগালী চেতনা আর স্বাধীনতার চেতনা সবই ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক | কাজেই মুসলমানদের ঈমান নিয়ে বাঁচতে হলে হয় এদেশে ছাড়তে হবে নয়তো যুদ্ধ করে অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
383462
২৯ জুন ২০১৭ রাত ১২:৪০
মুসাফির লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য সাবাইকে আন্তরিক অভিনন্দন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File