ঈদুল আযহার জামায়াত যেন প্রবাসীদের মিলন মেলা
লিখেছেন লিখেছেন মুসাফির ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০৮:৩৮ সকাল
বছর ঘুরে ফিরে এল ত্যাগ বা কুরবানীর ঈদ পবিত্র ঈদুল আযহা। হযরত ইব্রাহীম ও হযরত ইসমাঈল ( আঃ)এর স্মৃতি বিজড়িত ত্যাগের মহিমায় ভাষ্মর এই ঈদ অনুষ্টিত হয়ে গেল গত ১২ সে্প্টেম্বর সোমবার।
ড্যানফোর্থ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ,প্রতিবারের মত এবারও কানাডার টরন্টো সিটিতে অবস্থিত বাংলাদেশী আধ্যষিত ড্যানফোর্থ এলাকায় উম্মুক্ত মাঠে(ডেন্টোনিয়া পার্কে ) পবিত্র ঈদুল আযহার নামায অনুষ্টিত হয় ১২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে নয়টায় ।
সূর্যদোয়ের পর হতেই মাঠের চতুর্দিক থেকে মুসল্লিরা তাকবীর পড়তে পড়তে মাঠে আসতে শুরু করেন। জামায়াত শুরু হওয়ার পূর্বেই মাঠ ভরে যায় ।
ঈদ জামায়াতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ,মসজিদ অব টরন্টোর খতিব জনাব ডঃ এছাম আব্দুল্লাহ । ঈদ উদযাপন কমিটির চেয়াম্যান জনাব হেলাল চৌধুরী, চীফ কো-অডিনেটর জনাব মুহাম্মদ মির্জা ও তরুণ আইনজীবি ব্যারিষ্টার ওয়াসিম আহমদের যৌথ পরিচালনায় ওপেনিং সেশনে শভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর Janet Davis and MP Nathaniel Erskine-Smith
সার্বিক সহযোগিতায় ছিলেন ইমাম ফারুক আহমদ, এ কে এম খোরশেদ খান, , ডাঃ ওয়াহিদুল হক, ডাঃ মাহবুব আলম, নাজমুল হুদা, মুজাহিদুল ইসলাম, নাইমুল ইসলাম, আহসান হাবিব, তায়েফ চৌধুরী, জুমেল চৌধুরী,আবুল কালাম আযাদ, ফয়ছল আহমদ,জমির উদ্দিন, সাইদুর রহমান, মহিউদ্দিন সুহেল,শামছুদ্দোহা, আব্দুল বারী, মোজাম্মেল হক, এনামুল হক, রুমী আহমদ চৌধুরী, বাহার উদ্দিন, হেলাল, লাম মীম, সালেহীন,জারিফ প্রমুখ । মহিলা বিভাগে সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী তামান্না, তাসনীম সুমাইয়া, ডাঃ এস রাজিয়া, হাসনা শিলা, ফারজানা, নওশিন, ও নাহিদা প্রমুখ
বাংলাদেশী ষ্টাইলে খোলা মাঠে ঈদের জামায়াত আদায়ের আনন্দই আলাদা, তাই এবারে পবিত্র ঈদুল আযহা পুরো নর্থ আমেরিকায় একই দিনে হওয়ায় এবং খোলা মাঠে জামায়াত অনুষ্টিত হওয়ায় মুসল্লিদের মাঝে বাড়তি আনন্দ দেখা যায়।
নামাযে বাংলাদেশী মুসলমান ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমান নারী-পুরুষ গণ উপস্থিত ছিলেন ।হাজার হাজার নারী-পুরুষ ও শিশু কিশোরদের অংশ গ্রহনে এ ঈদ জামায়াত যেন প্রবাসী বাংলাদেশীদের এক মিলন মেলায় পরিনত হয় ।
মুহাম্মদ মির্জা
চীফ কো-অডিনেটর, ড্যানফোর্থ ইসলামিক সেন্টার
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন