ডিআইসি সামার স্কুলের ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত ।
লিখেছেন লিখেছেন মুসাফির ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫২:১৬ সকাল
ড্যানফোর্থ ইসলামিক সেন্টার তার জন্ম লগ্ন থেকে শিশু কিশোরদের দ্বীনি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উইকেন্ড স্কুল এবং সামার স্কুল এর মধ্যে অন্যতম। প্রতি বছরের ন্যায় এবার ও ডিআইসি আয়োজন করে সামার স্কুলের, গত ১১ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত চলে এ স্কুলের কার্যক্রম। সব শেষে গত ৪ঠা সেপ্টেম্বর, রবিবার অনুষ্টিত হয়ে গেল " পরীক্ষার ফলাফল ঘোষনা, সার্টিফিকেট ও পুরস্কার বিতরনী অনষ্টান"। ডিআইসির পরিচালক জনাব নাইমুল ইসলামের সভাপতিত্বে, তাহমীদ রউফ ও জেরিন নওশিনের যৌথ পরিচালনায় অনুষ্টিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুন আইনজীবি ব্যারিষ্টার ওয়াসিম আহমেদ। শুরুতে ই ছাত্র-ছাত্রীরা সুললিত কন্ঠে কুরআন তেলাওয়াত, হামদ নাত ও ইসলামী সংগীত পরিবেশন করে। অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন জনাব আরমান চৌধুরী, মাহবুব করিম, সুফিয়া খাতুন ও শামীমআরা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে দ্বীনি শিক্ষার গরুত্ব, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।তার পর পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। ঘোষিত ফলাফলে মেধা তালিকায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের আকর্ষনীয় পুরস্কারে ভুষিত করা হয়।ছেলেদের মধ্যে যারা মেধা তালিকায় স্থান পায় তারা হল- শাদমান মাহবুব, রাফিদ আমিন, রায়হান চৌধুরী ও আবরার আহমেদ। মেয়েদের মধ্যে যারা মেধা তালিকায় স্থান পায় তারা হল- রাইদানূর রহমান, মাইশা মাহবুব, নাহিদা ইসলাম ও ফারহানা রশীদ। মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী সহ পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদেরকে সার্টিফিকেট ও আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হল- আব্দুর রহমান, গোলাম রাফি, আদিয়াত ওমর, আফরিন হোসাইন, আমিনাহ আব্দুল্লাহ, আনিছা হোসাইন, ফারহানা রশীদ, হাসান হাবিবুল্লাহ, ইরিশা গনী, মাহজাবিন মাহিবা, মুস্তাকিম চৌধুরী, নাহলা ইমতিয়াজ, নাওয়াজ মাহবুব, নাওরা নাফসিন, রাওজাত রহমান, রাইয়ান আহমেদ, সিনডিড ফারহান,সুহা মানসুরা, তাসমিয়া গনী ও উমাইরা বেলাল সুহা প্রমুখ । সভাপতির বক্তব্যে জনাব নাইমুল ইসলাম উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উইকেন্ড স্কুলে ছাত্র- ছাত্রীদের ভর্তি হওয়ার আহবান জানান এবং সেই সাথে আগামী ১২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় ডিআইসি কর্তৃক আয়োজিত ডেন্টোনিয়া পার্কে পবিত্র ঈদুল আযহার জামায়াতে অংস গ্রহনের উদাত্ত আহবান জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন