ড্যানফোর্থ ইসলামিক সেন্টারে শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্টিত ।

লিখেছেন লিখেছেন মুসাফির ২৩ মার্চ, ২০১৬, ০৬:৩৪:৫২ সকাল



মুসলিম সার্কেল অব কানাডা, টরন্টো সিটি ইউনিটের উদ্যোগে এবং ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের সার্বিক সহযোগিতায় গত ২০ মার্চ, রোববার ডিআইসিতে শিশু কিশোরদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত হয় । প্রতিযোগিতার বিষয় ছিল -মানবতার মুক্তির সনদ আল কুরআন, মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মাদ সাঃ এবং ইসলামের মৌলিক পাচটি স্তম্ভ । পাচটি গ্রুপে উক্ত প্রতিযোগিতা অনুষ্টিত হয় । গ্রপ গুলো হলঃ- A-Preschool - KG, B-Grade 1-3, C-Grade 4-6, D-Grade 7-9, E Grade 11-12 .

সম্মানিত বিচারকগন হলেনঃ- ডিআইসির ইমাম ফারুক আহমদ, মুহাম্মাদ আলমগীর ভুইয়া, ডাঃ ওয়াহিদু হক, ডাঃ হাবিব, মুহাম্মাদ হাবিব, আতিকুল হক, আব্দুর রহমান, কাজী তামান্না, তাসনীম সুমাইয়া, ডাঃ সুলতানা রাজিয়া প্রমুখ । প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানঃ পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলঃ- আলভীনা জায়গিরদার, ওয়াজী চৌধুরী, ফিরোজ আহমদ, মারিহা, মাঈশা, হানিফা, নাভীন, সপ্নীল, আদরিতা, ফারহান জারিফ, ইউছরা, সাফওয়ান, জুহাইরিয়া, নাঈমা, নুছরাত ও নাফী প্রমুখ । সার্বিক সহযোগিতায় ছিলেনঃ- এম সি সি টরন্টো সিটি ইউনিট সভাপতি নাজমুল হুদা, ডিআইসির পরিচালক নাইমুল ইসলাম, ডিআইসি উইকেন্ড স্কুল কো-অডিনেটর ডাঃ সায়েফ আহমদ, আবু সালেহ সাইফুদ্দিন, ডাঃ মাহবুব আলম, মুহাম্মাদ মির্জা, খুরশেদ খান, আব্দুল আলিম, রুমি চৌধুরী, হাসনা শীলা, রুকসানা ,মৌরিন নওশিন, আশিক, ছাব্বির ও নাফিস প্রমুখ । আকর্ষনীয় ইসলামিক সংগীত পরিবেশন করেন মিশকি জায়গিরদার । প্রোগ্রামে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন ।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File