বিএনপির নেতাদের হালচাল দেখে কি বলব ?

লিখেছেন লিখেছেন মুসাফির ১১ মার্চ, ২০১৩, ০৮:৩৭:২৯ রাত



পুলিশ এতদিন জামায়াত শিবিরকে গ্রেপ্তার করত এখন দেখি বিএনপিকে গ্রেপ্তার করছে তাহলে কেউ-ই নিরাপদ নন আমার জন্মভূমি বাংলাদেশে !বিএনপির নেতৃত্বের হালচাল দেখলে হাসি পায় ! আশারাফ যখন বললেন যেকোন জায়গায় আলোচনায় বসতে রাজি ওমনি জয়নুল আবেদীন ফারুক সাহেব মমের মতে গলে একরকম আলীগের প্রতি অনুগতের মত বললেন "কেয়ার টেকার নিয়ে আলোচনা হলে হরতাল হবেনা " চমতকার কথা ! নিজ দলের কেন্দ্রীয় নেতাদের উপর নির্বিচারে গুলি , হত্যা ,ইলিয়াস আলী সহ অনেক নেতা গুম,মহিলা সাংসদ কে গাড়ি থেকে ফেলে হত্যার উদ্দেশ্যে ফেলে দেয় ,ভাগ্যিস যদি ডান দিকে কাত হতেন তাহলে গাড়ি তার উপর দিয়ে চলে যেত এতক্ষণে ভদ্রমহিলা কবরদেশে চলে যেতেন , হাজার হাজার নেতা কর্মিকে জেলে পুরে রেখেছে ,খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছে ,আর মামলার তো হিসাব নাই ! জয়নুল দেখলেন মির্জা জেলে গেছে আমি তো নয় ! এবার সমাবেশ পন্ড করল সরকার আবার গ্রেপ্তার ও করল মির্জা ফখরুল সহ অর্ধশতাদিক নেতা কর্মিকে তবে জানিনা এ যাত্রাও জয়নুল গংরা গ্রেপ্তার থেকে রেহাই পেলেন কিনা যদি উত্তর পজেটিভ হয় তাহলে এরকম নেতৃত্বের প্রশংসা নাকরে উপায় নাই তবে দেশটা যে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে তা বলার অপেক্ষা রাখেনা !

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File