টরন্টো সিটির ডেন্টোনিয়া পার্কে ঈদের জামায়াত অনুষ্টিত
লিখেছেন লিখেছেন মুসাফির ২০ জুলাই, ২০১৫, ০৭:৩৫:২৬ সকাল
ড্যানফোর্থ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত, প্রতিবারের মত এবারও কানাডার টরন্টো সিটিতে অবস্থিত বাংলাদেশী অধ্যষিত ড্যানফোর্থ এলাকায় উম্মুক্ত মাঠে(ডেন্টোনিয়া পার্কে ) পবিত্র ঈদুল ফিতরের নামায অনুষ্টিত হয় ১৭ জুলাই, শুক্রবার ।
সূর্যদোয়ের পর হতেই মাঠের চতুর্দিক থেকে মুসল্লিরা তাকবীর পড়তে পড়তে মাঠে আসতে শুরু করেন, জামায়াত শুরু হওয়ার পূর্বেই মাঠ ভরে যায় । জামায়াত অনুষ্টিত সকাল ১০টায় ।
ঈদ জামায়াতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ,মসজিদ অব টরন্টোর খতিব জনাব ডঃ এছাম আব্দুল্লাহ । ঈদ উদযাপন কমিটির চেয়াম্যান জনাব হেলাল চৌধুরী ও চীফ কো-অডিনেটর জনাব মুহাম্মদ মির্জার যৌথ পরিচালনায় ওপেনিং সেশনে শভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর Jenet Davis ,MPP Arthur Potts and MP Matthew Kellway. ।
সার্বিক সহযোগিতায় ছিলেন ইমাম ফারুক আহমদ, মির্জা মোস্তাফিজ, এ কে এম খোরশেদ খান, , ডাঃ মাহবুব, ডাঃ ওয়াহিদ, নাজমুল হুদা, মুজাহিদুল ইসলাম ফয়ছল আহমদ ,নাইমুল ইসলাম, আহসান হাবিব, , রুমী আহমদ চৌধুরী, শামছূদ্দোহা, জাকারিয়া, তায়েফ, বাহার, আলমগীর, নাফিস , হেলাল, ছামিন, লাম মীম, সালেহীন,জারিফ নাফি প্রমুখ । মহিলা বিভাগে সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী তামান্না, হেনওয়ারা, নাজনীন, মিসেস রুহুল আমীন, সুফিয়া খাতুন, হাসনা শিলা, ফারজানা, নওশিন, ও নাহিদা প্রমুখ
বাংলাদেশী ষ্টাইলে খোলা মাঠে ঈদের জামায়াত আদায়ের আনন্দই আলাদা, তাই এবারে পবিত্র ঈদুল ফিতরের নামায খোলা মাঠে অনুষ্টিত হওয়ায় মুসল্লিদের মাঝে বাড়তি আনন্দ দেখা যায় ।নামাযে বাংলাদেশী মুসলমান ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমান নারী-পুরুষ গণ উপস্থিত ছিলেন ।
হাজার হাজার নারী-পুরুষ ও শিশু কিশোরদের অংশ গ্রহনে এ ঈদ জামায়াত যেন প্রবাসী বাংলাদেশীদের এক মিলন মেলায় পরিনত হয় ।
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগ এ আরেকটু অভিজ্হতার কথা লিখলে ভাল হতো।
মন্তব্য করতে লগইন করুন