আল্লাহর শক্তির সামনে মহা শক্তিধর ও অসহায় !

লিখেছেন লিখেছেন মুসাফির ২৩ ডিসেম্বর, ২০১৩, ০২:০৭:২২ রাত

আজ দুই দিন হয় কানাডার অন্টারিয় সাউথ ব্লকে ফ্রিজিং রেইন হচ্ছে । ফলে এ অন্চলের জনগন খুবই অসুবিধার সম্মুখিন হচ্ছেন ।কর্তৃপক্ষ সপ্তাহ দিন আগে থেকেই শতর্ক করে আসছিলেন কিন্তু উন্নত দেশের সচেতন জনগন যতই সতর্ক হোন আল্লাহর শক্তির সামনে এটা কিছুই না । ফ্রিজিং রেইন মানে এমন বৃষ্টি যা উপর থেকে পড়ার পর সাথে সাথে আইস হয়ে যায় এবং খুব স্লিপারি হয় এবং রাস্তা ঘাটে চলাচল করা খুব মুশকিল হয়ে দাড়ায় । গাছের পাতা আর ডালে আইস জমতে জমতে ওজন সামলাতে না পেরে অসংখ্য গাছ পালা ভেংগে পড়ে পুরো ইলেকটিসিটি সিষ্টেমকে লন্ড ভন্ড করে দিয়েছে এবং রাস্তার উপরে গাছ পালা পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে । ষ্ট্রীট কার বন্ধ এবং সীমিত আকারে ট্রেন চলছে । কানাডাতে ইলেক্ট্রিসিকে পাওয়ার বলে । পাওয়ার নাইত কিছুই নাই । তাপ মাত্রা মাইনাসে চলছে , এ



অবস্থায় হিটিং নাই, গরম পানি নাই, চুলা জ্বলে না, মাইক্রোয়েভ চলেনা ,এলিভেটর (লিফ্ট ) নড়েনা । এ অবস্থায় মানুষ্ যে কত অসহায় তা কফি টাইমের লম্বা লাইন দেখে বুঝতে আর বাকি রইলনা ।সকালে যখন একটা বেগল ও এক কাপ কফি আনতে যখন কফি টাইমে ঢুকলাম ,ভিতরের অবস্থা দেখে আমার চক্ষু তো চড়গ গাছ , প্রায় ৫০/৬০ জন বনি আদমের বিশাল লাইন । ভাগ্যিস উইকেন্ড ছিল, না হয় কি অবস্থা হত আল্লাহ-ই ভাল জানেন । তাই বলছিলাম আল্লাহর শক্তির সামনে মহাশক্তিধর ও অসহায় । সুতরাং সকল ক্ষমতার মালিক জন গন নয় বরং সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ ।

আজ দুই দিন হয় কানাডার অন্টারিয় সাউথ ব্লকে ফ্রিজিং রেইন হচ্ছে । ফলে এ অন্চলের জনগন খুবই অসুবিধার সম্মুখিন হচ্ছেন ।কর্তৃপক্ষ সপ্তাহ দিন আগে থেকেই শতর্ক করে আসছিলেন কিন্তু উন্নত দেশের সচেতন জনগন যতই সতর্ক হোন আল্লাহর শক্তির সামনে এটা কিছুই না । ফ্রিজিং রেইন মানে এমন বৃষ্টি যা উপর থেকে পড়ার পর সাথে সাথে আইস হয়ে যায় এবং খুব স্লিপারি হয় এবং রাস্তা ঘাটে চলাচল করা খুব মুশকিল হয়ে দাড়ায় । গাছের পাতা আর ডালে আইস জমতে জমতে ওজন সামলাতে না পেরে অসংখ্য গাছ পালা ভেংগে পড়ে পুরো ইলেকটিসিটি সিষ্টেমকে লন্ড ভন্ড করে দিয়েছে এবং রাস্তার উপরে গাছ পালা পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে । ষ্ট্রীট কার বন্ধ এবং সীমিত আকারে ট্রেন চলছে । কানাডাতে ইলেক্ট্রিসিকে পাওয়ার বলে । পাওয়ার নাইত কিছুই নাই । তাপ মাত্রা মাইনাসে চলছে , এ অবস্থায় হিটিং নাই, গরম পানি নাই, চুলা জ্বলে না, মাইক্রোয়েভ চলেনা ,এলিভেটর (লিফ্ট ) নড়েনা । এ অবস্থায় মানুষ্ যে কত অসহায় তা কফি টাইমের লম্বা লাইন দেখে বুঝতে আর বাকি রইলনা ।সকালে যখন একটা বেগল ও এক কাপ কফি আনতে যখন কফি টাইমে ঢুকলাম ,ভিতরের অবস্থা দেখে আমার চক্ষু তো চড়গ গাছ , প্রায় ৫০/৬০ জন বনি আদমের বিশাল লাইন । ভাগ্যিস উইকেন্ড ছিল, না হয় কি অবস্থা হত আল্লাহ-ই ভাল জানেন । তাই বলছিলাম আল্লাহর শক্তির সামনে মহাশক্তিধর ও অসহায় । সুতরাং সকল ক্ষমতার মালিক জন গন নয় বরং সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ ।



বিষয়: বিবিধ

১৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File