ব্লগার রাজিব শেষ পর্যন্ত নিজ আদর্শের উপর অবিচল থাকতে পারলেন না !

লিখেছেন লিখেছেন মুসাফির ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৮:২২ রাত

মিডিয়ার সুবাদে ব্লগার রাজিবকে চিনতে মনে হয় আর কেউ বাকি নেই ।

তিনি শাহবাগ প্রজন্ম চত্তরের একজন উজ্বল নক্ষত্র !

সম্প্রতি কেবা কারা তাকে হত্যা করেছে । গতকাল তার নাকি জানাজা হয়েছে এবং সে জানাজায় লক্ষলোকের নাকি সমাবেশ হয়েছে !

তিনি "থাবা বাবা" নামে ব্লগে লিখতেন -"নূরানী চাপা সমগ্র" নামে যা লিখেছেন তা কোন মুসলমান লেখাতো দুরের কথা ধর্য্য সহকারে পুরোটা পড়তে পারবেন কিনা আমি জানিনা !

সংক্ষেপে তার দুই একটা কথা উল্লেখ করবো , শুরুতে "নাউজুবিল্লাহ" পড়ে নেয়া ভাল ।

তিনি ইসলামের কিছু শব্দকে বিকৃত উচ্চারণে লিখতেন যেমন:-"আল্লাহ পাক"এ শব্দকে তিনি লিখেছেন "আল্লাহপাদ" মানে মহান আল্লাহকে আপদ হিসাবে উল্লেখ করেন (নাউজুবিল্লাহ) ।

মুহাম্মাদ সাঃ কে তিনি লিখতেন "মুহাম্মক" অর্থাত মুহাম্মাদ সাঃ সবচে বড় আহাম্মক (নাউজুবিল্লাহ)

ইসলামের প্রথম খলিফা হযরত আবু বাকর রাঃ নামকে বিকৃত করে লিখতেন "আবু বকরী" অর্থাত ছাগলের বাপ (নাউজুবিল্লাহ)

পবিত্র কাবা ঘরকে তিনি নাম দিয়েছেন চুংগীঘর (নাউজুবিল্লাহ)

রাসুল সাঃ এর সোনালী যুগ নিয়ে ব্যাংগ করে বলেছেন শাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী নাথাকার কারনে সেখানে আইন শৃংখলার এত অবনতি ছিল !

আমারা যে ঈদ মোবারক বলি তার ইতিহাস লিখতে গেয়ে তিনি লিখেছেন ,রাসুল সা: তার সাহাবীদের নিয়ে একমাস নাখেয়ে এবং জেলখানা(এতেক্বাফ)থেকে বের হয়ে সবাই মদ খেয়ে টাল !(নাউজুবিল্লাহ)

রাসুল সাঃ এর স্ত্রী খাদিজা এ অবস্থা দেখে তার চাকর মোবারককে ডাকলেন তাদেরকে ইট মারতে "মোবারক ইট, মোবারক ইট " এখান থেকে নাকি পরে হয়েছে ইট মোবারক -তার পর ঈদ মোবারক (নাউজুবিল্লাহ)

কাফনে সাদা কাপড় ব্যবহারের যে ইতিহাস তিনি লিখেছেন তা লিখা অসম্ভব শুধু এত টুকু যে রাসুল সাঃ ও তার সাহাবীরা তিনজন যুবতি রমনি দেখলেন তার পর.........(আমি আর বলতে পারবোনা )।

পরিশেষে বলতে চাই যে রাজিব আল্লাহ, মহানবী সাঃ,সাহাবী,এমনকি মরে যাওয়ার যে কাপনের কাপড় নিয়ে ব্যংগ করলেন তাকে সে কাপনের কাপড় পরতে হল শেষ পর্যন্ত নিজ আদর্শের উপর অবিচল থাকতে পারলেন না ।

ইসলামের দুষমনদরা এ থেকে কি শিক্ষা নেবে ?

বিষয়: বিবিধ

১৬৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File