কেউ কি বলবেন এ মহিলা সমাবেশ টা কোথায় হয়েছিল ?
লিখেছেন লিখেছেন মুসাফির ২৩ জুন, ২০১৩, ০৬:১৮:২৬ সকাল
আলহামদুলিল্লাহ -
নিচের ভিডিওটা দেখলাম , আলকুরআনে নবী রাসুলদের কাহিনী অনেক বার পড়েছি , অনেক আলোচানা ও শুনেছি কিন্তু আমার এ বোনটি আল কুরআনের কাহিনী গুলোর শিক্ষা আমাদের জীবনের সাথে যেভাবে মিলিয়ে দেখালেন সাত্যিই অসাধারণ । মহিলা আলোচকের আলোচনা শুনার আমার তেমন সুযোগ হয়নি ,আজ যা শুনলাম খুবই ভাল লাগল যে আমাদের মা বোনেরাও দাওয়াতে দ্বীনের কাজে এগিয়ে এসেছেন ,আর আশান্বিত হলাম মা বোনদের বিশাল উপস্থিতি দেখে এবং সেই সাথে মনের আগ্রহ বেড়ে গেল এ প্রোগ্রাম টা কোথায় হয়েছিল তা জানতে । কেউকি বলবেন এ মহিলা সমাবেশ টা কোথায় হয়েছিল ?
http://www.youtube.com/watch?v=SdFGAo_zETE&feature=share
বিষয়: বিবিধ
১৪৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন