আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শেখ হাসিনাকে সঠিক সময়ই সতর্ক করেছিলেন

লিখেছেন লিখেছেন মুসাফির ১৬ জুন, ২০১৩, ০১:২৭:৩৭ রাত



আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী এক সমাবেশে শেখ হাসিনাকে উদ্দেশ্যে বলেছিলেন -আপনি চার মন্ত্রনালয় চার নাস্তিককে বসিয়ে রেখেছেন যারা ইতপূর্বে আপানর পিতাকে খেয়েছে এবং আপনাকে ও খেয়ে ছাড়বে ! আজকের সিটি কর্পোরেশন ইলেকশনে তা অক্ষরে অক্ষরে প্রমানিত হল ! যে সকল বামদের কথায় ৪২ বছরের মিমাংশিত একটা বিষয় নিয়ে অন্যায় ভাবে দেশের শ্রেষ্ট সন্তানদের জিন্দানখানে বন্ধি করে রাখা হয়েছে এবং বিগত ৫ মে শাপলা চত্তরে গভীর রাতে নামায রত,আল্লাহর জিকরে মাশগুল ও ঘুমন্ত অবস্থায় নায়েবে রাসুল তথা আলেম ওলামাদের নির্বিচারে হত্যা করা হয়েছে, সিটি নির্বাচনে সরকারের ভরা ডুবিতে আজ সে বামেরা কোথায় ? আজ তাদের ভোটার রা কোথায় ? যারা বলেছিল আলেম ওলামারা লেজ গুটিয়ে চলে গেছে ,এমনকি সরকারের একজন মন্ত্রী বলেছিলেন আগামীতে আর আলেম ওলামাদের ঘর থেকে বের হতে দেবেন না ! দেশের শ্রেষ্ট সুনাগরিক আলেম সমাজকে কমেটের পায়খানার সাথে তুলনা করে ৫ মে র অপারেশনের নাম দেওয়া হয়েছিল" অপারেশন ফ্লাশ আউট "মানে " কমেটের পায়খানা সরিয়ে ফেলার অপারেশন " । যাদের পরামর্শে শেখ হাসিনা এ কাজ জঘন্য গুলো কাজ গুলো করলেন আজ তারা কোথায় ? রাজশাহীতে ১৮ দলের প্রার্থিকে বলা হয়ছিল তিনি রাজাকারের সন্তান এবং সরকারের অনুগত মুক্তিযোদ্ধারা নির্দেশ দিয়েছিলেন ভোটার রা যেন তাকে ভোট না দেয় ,কিন্তু জনতা তাদের ভাষায় রাজাকেরের ছেলেকেই বেচে নিয়ে তার সমুচিত জবাব দিল । আজ নির্যাতিত মনাবতা ভোটের মাধ্যমে নিরবে জানিয়ে দিয়েছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শেখ হাসিনাকে সঠিক সময়ই সতর্ক করেছিলেন কিন্তু তিনি জাতীর এ শ্রেষ্ট সন্তানের কথা না শুনে উল্টো পথে চলে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন ! আজ যদি তিনি ইনু ,মেনু ,চুরন্জিত আর ইমরান গংদের কথায় দেশের ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতেন তাহলে মনে হয় রেজাল্ট এভাবে হত না ।

তাই বলব এখন ও সময় আছে সংখ্যা ঘরিষ্ট মানুষের ভাষা বুঝার চেষ্টা করুন সঠিক পথে ফিরে আসুন না হয় পরে আফসোস করে কোন লাভ হবেনা ।

বিষয়: রাজনীতি

১৩৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355251
২৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২১
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : ঠিক কথা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File