বিশ্ব নবীর কালজয়ী আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌছিয়ে দিতে হবে

লিখেছেন লিখেছেন মুসাফির ২২ মে, ২০১৩, ০৯:০৮:৩৩ সকাল



মানবতার মুক্তির দিশারী ও বিশ্ব নবী মুহাম্মাদ (সাঃ)এর কালজয়ী আদর্শ নতুন প্রজন্ম সহ সকল মানুষের কাছে সঠিক ভাবে তুলে ধরার জন্য "জাগ্রত জনতা টরন্টো" এর উদ্যোগে গত ২০ মে সোমবার, টরন্টো সিটির Artscape-Daniels Cultural Hub in Regent Park এ শিশু কিশোর প্রতিযোগিতা ও মহানবী সাঃ এর জিবনী শীর্ষক এক সেমিনারের আয়োজন করে । সংগঠনের আহবায়ক রফিকুল হকের সভাপতিত্বে এবং ছালেহ রাজ্জাকের পরিচালনায় অনুষ্টিত উক্ত সেমিনারে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী মোজাম্মিল হোসাইন । স্বাগত বক্তব্য রাখেন সংঠনের অন্যতম নেতা শেখ আব্দুল বাছিত । প্রথম অধিবেশনে আকর্ষনীয় শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্টিত হয় । JK থেকে শুরু করে 12 গ্রেড পর্যন্ত চারটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয় । প্রতিযোগিতার বিষয় বস্তু ছিল কুরআন তেলাওয়াত ,ইসলামিক নলেজ, দ্বি কন্সেপ্ট অব ইসলামিক ড্রেস , উপস্থিত বক্তৃতা ও নবী মুহাম্মাদ সাঃ এর জীবন সম্পর্কে রচনা লিখা । শতাধিক প্রতিযোগীর জন্য চার সদস্য বিশিষ্ট একটি বিচারক বোর্ড ছিল ,সদস্যরা হলেন ক্বারী মুজাম্মেল হোসাইন ,শায়েখ মাহফুজুর রহমান ও শায়েখ ফারুক আহমদ, শায়েখ মেসবাহ আহমদ । প্রতিটা গ্রুপের ১ম ২য় ও ৩য় স্থান অধিকারিদের আকর্ষনীয় পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় । পুরস্কার প্রাপ্তরা হল :- সাফওয়ান,রাশদান,লুজাইনা ,য়্যুছরা ,মা'রুফ ,রাদিয়ান ,নুছরাত আজফার,জাওয়াদ,জেরিন, ইমামুলও ফাহমিদা । সালাতুল আসরের পর সেমিনার শুরু হয় । এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়েখ ডক্টর আব্দুল্লাহ হাকিম কুইক । বিশেষ অতিথি ছিলেন শায়েখ আহমদ শিহাব , বায়তুল আমান মসজিদের খতিব শায়েখ কামারুজ্জামান, শায়েখ ডক্টর হাসান আহমেদ হাসান । সেমিনার পরিচালনা করেন টরন্টো ইসলামিক সেন্টারের খতিব শায়েখ হুসাম হেলাল । বক্তারা নবী সাঃ এর জিবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বলেন-মুসলিম জাতী অত্যন্ত সৌভাগ্যবান যে তাদের কাছে আসমানী কেতাব মহাগ্রন্থ আল কুরআন অবিকৃত অবস্থায় আছে এবং এমন এক মহান ব্যক্তিত্বকে তাদের জীবনের সকল ক্ষেত্রে অনুস্মরণের জন্য মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন পৃথিবীতে যার কোন তুলনা নাই । পক্ষান্তরে তাদের মত আর দুর্ভাগ্যের অধিকারী আর কেউ হতে পারেনা যাদের কাছে আলকুরআন এবং মহানবীর কালজয়ী আদর্শ থাকার পর ও তারা তা অনুস্মরণ না করে এখানে সেখানে শান্তির জন্য হন্য হয়ে ঘুরছে । তাই শান্তি পাওয়া তো দুরেরর কথা আজ দুনিয়া ব্যাপী মুসলিমরা নির্যাতিত হচ্ছে । এ অবস্থা থেকে বাচতে হলে আমাদেরকে কুরআন ও সুন্নাহকে আকড়ে ধরতে হবে । জানতে হবে আল কুরআনে আমাদের জন্য কি হিদায়াত নিহিত আছে ।সেই সাথে রাসুলে আকরাম সাঃ এর জিবন সম্পর্কে সুস্পষ্ট ধারনা রাখতে হবে । রাসুল সাঃ কে দুনিয়ার সকল মানুষের চেয়ে এমনকি নিজের প্রাণের চেয়েও ভাল বাসতে হবে ।আজ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে-আল্লাহ ও তার রাসুল সাঃ এবং ,,ইস লামের বিভিন্ন অনুশাসন এর বিরুদ্ধে অত্যন্ত জঘন্য ভাষায় অপপ্রচার চালিয়ে আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুকৌশলে বিভ্রান্ত করছে ,তাই এদের হাত থেকে আমাদের নতুন প্রজন্মকে বাচাতে হলে বেশী করে কুরআন হাদীস ও রাসুলের জীবনী গ্রন্থ পাঠ করতে হবে এবং সঠিক জিনিস তাদের সামনে উপস্থাপন করতে হবে । দ্বিতীয়ত নিজেদের ছোট খাটো মতবিরোধ ভুলে গিয়ে বিশ্ব মুসলিম ঐক্য গড়ে তুলতে হবে । মনে রাখতে হবে গোটা মুসলিম উম্মাহ একটি শরীরের ন্যায়, তাই পৃথিবীর যে প্রান্তরে মুসলমানরা মাজলুম , আমাদেরকে তাদের পাশে দাড়াতে হবে । আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে এবং সেই সাথে ইসলামের সুন্দর আদর্শ অন্য ধর্মাবলম্বীদের কাছে সঠিক ভাবে তুলে ধরতে হবে ।মনে রাখতে হবে ইসলামের সুমহান আদর্শ অন্য জাতির সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব । সেমিনার শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার ও সার্টিফিকেট বিতরন করেন অতিথি বৃন্দ । এ ছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী সকল ছাত্র/ছাত্রীকে অংশ গ্রহনের জন্য বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয় ।সেমিনারে টরন্টো ,ব্রামটন, স্কার্বরো সহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত হন । সার্বিক সহযোগিতায় ছিলেন-: রুহুল আমিন ,আয়াজ আহমদ, মোস্তাফিজুর রহমান ফিরুজ, আমিরুজ্জামান , জাহিদ চৌধুরী ,মুহাম্মাদ মোস্তফা, হাফিজ আবুল কালাম, শাহ ছালেহ ,মুহাম্মাদ মির্জা ,হেলাল চৌধুরী, মোতালেব ,আব্দুল্লাহ ,মিজানুর রহমান , মাহফুজুর রহমান ,আনিছা ,হোমায়রা ফাহমিদা জান্নাতারা প্রমুখ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন বাপ্পী ,মুনির ও শিশু শিল্পীরা ।

উল্লেখ্য যে সম্প্রতি বাংলাদেশে কতিপয় বিভ্রান্ত তরুন আল্লাহ, রাসুল, ইসলাম ও পবিত্র কুরআন নিয়ে বিদ্রোপ মন্তব্য এবং সরকারের ইসলাম বিরোধী কার্যকলাপ ও ইসলাম প্রিয় প্রতিবাদী জনতার উপর নির্যাতনের প্রতিবাদে জাগ্রত জনতা টরন্টোর এই গঠন মুলক আয়োজন কমিউনিটির প্রশংসা কুড়ায় ।

বিষয়: বিবিধ

১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File