বাম নেতাদের বিএনপির জন্য এত মায়া কান্না কেন ?
লিখেছেন লিখেছেন মুসাফির ২০ এপ্রিল, ২০১৩, ০৫:৩৫:৫৮ বিকাল
ইদানিং কালে আলীগ সহ বাম নেতারা বিএনপিকে ঘন ঘন নছিহত খয়রাত করে যাচ্ছেন "সাবধান বিএনপি জামায়াতের সংগ ছাড় না হয় অস্থিত্ব থাকবেন না" । গতকাল জাতীয় সম্মেলন থেকে বক্তারা বিএনপির প্রতি নছিহত খয়রাত করেছেন অকৃপণ ভাবে ! শাহদীন মালেক একদাপ এগিয়ে বলেছেন আমি চাই একটা ডান পন্থি দল বাংলাদেশে থাকুক ! শেখ হাসিনা সরকারের শেষ বছরে যখন সারা দেশ ব্যাপী সাধারণ জনতা প্রতিরোধ গড়ে তুলছে আর বিএনপি জামায়াত জোট এর নেতৃত্ব দিচ্ছে তখন তারা বিএনপিকে আবার নতুন করে নছিহত করা শুরু করেছেন ! শত্রু যত দুর্বল হয় ততই ভাল এ কথাটা বুঝার জন্য খুব বুদ্ধির প্রয়োজন হয়না । আজ যদি বিএনপি- জামায়াত ও হেফাজাতে ইসলামের সাথে থাকার কার বিলুপ্ত হয়ে যায় তাহলে তো রাম বাদের খুশি হওয়ার কথা কিন্তু তারা এত পেরেশান হচ্ছেন কেন ? দেশে যদি শক্তিশালী বিরুধী দল না থাকে তাহলে সরকার নাকে তেল দিয়ে ইচ্ছে মত দেশ শাসন করবে তাদেরকে আর কেউ ডিষ্ট্রার্ব করবেনা ! এত আরামের পথ ছেড়ে সে দল টিকে নিজের পকেটের টাকা খরচ করে পরামর্শ দিয়ে বাচিয়ে রেখে আরাম কে হারাম করার কোন মানে হয় ? তাহলে কি বিএনপির প্রতি দরদ দেখানোর পিছনে অন্য কোন কারণ আছে ? বুদ্ধিমানের কাজ হল যে পথে শত্রু চললে তার অস্থিত্ব বিলিন হবে তাকে চলতে দেওয়া যাতে এক সময় ঝামেলা একেবারে শেষ হয়ে যায় ! বাংলার সহজ প্রাণ মানুষ গুলোকে আপনারা যত বোকা মনে করেন তারা তত বোকা নয় ।দেশ প্রেমিক জনতা অনেক আগেই বুঝতে পেরেছে আপনাদের মায়া কান্নার কারন কি ? ১৮ দলীয় জোটের পাশাপাশি যদি হেফাজাতে ইসলামের শক্তি ও একত্রিত হয় তাহলে সরকারের তখতে তাউস উল্টে যেতে সময় লাগবেনা সুতরাং যত দুর পারা যায় তাদেরকে ঐক্যবদ্ধ হতে না দেওয়া এটাই মায়াকান্নার মুল কারন । আর এজন্য বাই পেইড কিছু লোক দিয়ে বিএনপিকে নছিহত খয়রাত করা হচ্ছে কিন্ত মায়ের থেকে যদি মাসির দরদ বেশি হয় তখন মানুষ এটাকে সন্ধেহের চোখে দেখে ! যারা বিএনপির অস্থিত্ব বরদাশ্ত করতে পারেনা আজ তারা সে দলের প্রতি এত দরদী কেন ? যারা নিজের সার্থের ব্যাপারে অন্ধ ভাবে আজীবন কাজ করেছে আজ হঠাত করে তারা এত পরোপকারী দাতা হাতেমতাই হল কেন ? বিএনপি জামায়াত ঐক্যই আজ তাদেরকে পাগল করে তুলছে । সুতরাং বিএনপি জামায়াত আর হেফাজাতের চিন্তা নাকরে জন গনের রোষানল থেকে বাচার জন্য নিজেদেরকে কিভাবে রক্ষা করা যায় তাই নিয়ে সময় ব্যয় করা ভাল নয় কি ?
বিষয়: রাজনীতি
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন