বাংলা নিউজ ২৪ ডটকমের রিপোর্ট :- আলীগের এমন দুঃসময় চলছে ,বিপদে নিজ দলের নেতা কর্মিরাও এগিয়ে আসছে না !

লিখেছেন লিখেছেন মুসাফির ১৩ এপ্রিল, ২০১৩, ১১:১০:০০ রাত

জামায়াতের ভয়ে মিছিলে যাননি আ’লীগ নেতারা

আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ভুজপুরে প্রবেশ করলেও এতে ছিলেন না স্থানীয় কোন নেতাকর্মী। ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরুণ কান্তি শীল বাংলানিউজকে বলেন, ‘আমরা ইউনিয়ন আওয়ামী লীগের কেউ মিছিলে যায়নি। আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে। আমাদের মধ্যে একটা ভয় কাজ করেছে। সেজন্য আমরা কেউ মিছিলে যেতে পারিনি।’

তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘১৫ বছর ধরে আওয়ামী লীগের একই কমিটি কাজ করছে। নতুন করে সম্মেলন নেই, কমিটি ঘষামাঝা নেই। সাংগঠনিক দুর্বলতা সৃষ্টি হওয়াটাই তো স্বাভাবিক।’

ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম জানালেন, এটিএম পেয়ারুল ইসলাম মিছিল নিয়ে ভুজপুরে যাবার কথা তাকে জানাননি। তিনি এ বিষয়ে কিছুই জানতেন না বলে ঘটনার সময় তিন কিলোমিটার দূরে বাড়িতে ছিলেন।

স্থানীয় নেতাকর্মীদের না জানিয়ে ভুজপুরে মিছিল নিয়ে যাওয়া প্রসঙ্গে এটিএম পেয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের পুরো কমিটি অনেকদিন ধরে নিস্ক্রিয়। সভাপতি-সাধারণ সম্পাদক অসুস্থ। তাই তাদের সেভাবে জানানো হয়নি।’

দলীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে আওয়ামী লীগের বিবদমান দু’টি গ্রুপ আছে। একটি ধারার নেতৃত্বে এটিএম পেয়ারুল ইসলাম থাকলেও আরেকটি অংশের নেতৃত্বে আছেন প্রয়াত সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের পরিবারের সদস্যরা। গত নির্বাচনের পর থেকে শুরু হওয়া এ কোন্দলই মূলত ফটিকছেড়িতে জামায়াতকে শক্তিশালী করছে বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘আমরা খবর নিয়ে দেখেছি আওয়ামী লীগের মিছিলে ভুজপুরের স্থানীয় কোন নেতাকর্মী ছিলেন না। মিছিলে অংশগ্রহণকারীরা সবাই বাইরের লোক হওয়ায় হামলার সময় তারা স্থানীয়দের কোন সহানুভূতিও পাননি।’

বিষয়: রাজনীতি

১৫২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File