শত ধিক্কার শাহবাগিদের
লিখেছেন লিখেছেন জাফর ইকবাল সাগর ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫৫:৩৭ দুপুর
শত ধিক্কার জানাই আমার পিতা মাতাকে, আমার জন্মের পর তারা আমার কানে আজান দিয়েছিলেন, "জয় বাংলা" শোনান নি। ধিক! সহস্র ধিক! আমার আকিকা করেছিলেন আমার মা বাবা, কিন্তু এর পর আর কখনো"হ্যাপি বার্থডে" পালন করেন নি।
ছিঃছিঃ জানাই আমার অভিভাবকদের, ছোটবেলায় তারা আমাকে ওয়াজ মাহফিলে নিয়ে গেছেন, কিন্তু যাত্রাপালায় নিয়ে যান নি।
আবারও ধিক্কার জানাই তাদের, তারা আমাকে বদর, ওহুদ, খন্দকের গল্প শুণিয়েছেন, "রুপকথার" ভিক্ষুকের গল্প শোণান নি।
নিন্দা জানাচ্ছি আমার পিতা মাতার, তারা আমাকে নিজের "মগজ খাটিয়ে" চলতে শিখিয়েছেন, কোন সুশীল বুদ্ধিজীবীর কথায় উঠবস করতে শেখান নি।
…হায়! আমার মা বাবা যদি আমাকে এ বিষয় গুলো শেখাতেন, আজ হয়ত আমি সরকারি খিচুরি খেয়ে, সরকারি টয়লেটে প্রাকৃতিক কর্ম করে সরকারি রঙ্গ মন্চে অভিনয় করতে পারতাম!
আফসোস…
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন