শাহবাগে কিসের জন্য আন্দোলন করা হচ্ছে......?
লিখেছেন লিখেছেন জাফর ইকবাল সাগর ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৪:২৭ সকাল
আজ যারা শাহবাগে আন্দোলনের নামে বেইশ্যাদের নিয়ে নোংরামি করছে তাদের মধ্যে ৯০ ভাগই আমার মত যুদ্ধের পরে জন্ম নিয়েছে, তারা যুদ্ধ দেখে নাই, তারা শুনেছে যুদ্ধের কাহিনী। আজ তারা সেখানে রাজাকারের বিচার চাচ্ছে, কিন্তু তারা একবারও বলছেনা সরকারের মন্ত্রীপদে যে সব রাজাকার আছে তাদের কথা। একজন নাগরীক হিসেবে আমিও রাজাকারের বিচার চাই, কিন্তু সে বিচার হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। কাদের সিদ্দিকির মত বীর মুক্তিযোদ্ধা যেখানে বলেন "ম খা আলমগির কে গ্রেফতার করুন আমি স্বাক্ষী দিব" সেখানে আমাদের মত নাম মাত্র দেশপ্রেমিকদের কি করা উচিৎ...??
এক কথায় এটা কোন যুদ্ধাপরাধীর বিচার নয়, এটা হচ্ছে দেশ থেকে ইসলাম উচ্ছেদ করার ষড়যন্ত্র। আর ৮৫ জন মুসলমানের দেশে এটা জাতি কখনও মেনে নিবেনা......
বিষয়: রাজনীতি
১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন