সবার আগে দোয়া নিন ''মা-বাবার'' নিকট থেকে..

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২৬ মার্চ, ২০১৩, ১১:৪৭:০০ রাত

ইরানে আসার পরে ''ফজরের নামাজ'' নিয়ে বেশ চিন্তিত ছিলাম।।

কোন মতেই ফজরের নামাজ ঠিক সময়ে আদায় করতে পারছিলাম না।। অ্যালার্ম বাজে আর ঘুমের ভরে বন্ধ করে দিই ।। যেটা পোলাপানের কাজ ।।

দেশে থাকা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজই জামাতের সাথে আদায় করার চেষ্টা করতাম ।। আর মাস শেষে অতি সহজেই কত ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি তা নির্নয় করতে পারতাম ।। এটা নির্নয় করতে আমাকে সহায়তা করতো ইসলামি আন্দোলনের ব্যাক্তিগত রিপোর্ট বই ।।

যার উপকার চিরদিন আমার মনে থাকবে ।। যা ভুলে যাবার নয় ।।

কিন্তু এখন দেশের বাইরে রিপোর্ট রাখলেও তা কাকে দেখিয়ে পরামর্শ নিব সেতো আর সম্ভবপর নয় ।। সব মিলিয়ে হজবরল অবস্থা ।।

ইরানে আসার আগে বাবা বলতেন, দেশের বাইরে গেলে মনে হয় নামাজই ছেড়ে দিবি??

আমি সর্বদা তার এ কথা শুনে হাসতাম , আর বলতাম, বাবা আপনি এখনও আপনার সন্তানদের চিনতে পারলেন না ।।

মনে মনে বলতাম , ইনশা আল্লাহ আপনার সন্তানরা বেনামাজি হবেনা ।।

তিনি আশে-পাশের আলেমদের সন্তানদের দেখে এই অভিব্যাক্তি ব্যাক্ত করতেন ।।

মাঝে মাঝেই ফজরের নামাজে যেতে দেরি হতো তখন বেশীর ভাগ ক্ষেত্রে তিনি এ কথা গুলো বলতেন ।।

আমাদের বাসার পাশেই বাবা নিজ দায়িত্বে একটি মসজিদ নির্মান করেন ।। এ জন্য আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন ।। আমীন ।।

আর মাঝে মাঝে অবাক হতাম এজন্য যে , আমরা সব ভাই মসজিদে চলে যেতাম আর আমার 'মা' ক্লান্তিহীন ভাবে ডেকে যেতেন আর বলতেনঃ

এই উঠ, নামাজের সময় হল ,এই মসজিদে গেলি ।। আমাদের মসজিদটি বাসার নিকটে হওয়ায় তা আমাদের কানে ভেসে আসতো ।।

আল্লাহ তার মনের আশা পূরণ করুন ।। আমীন ।।

মুল কথায় আসা যাক,

ফজরের নামাজ কিভাবে ঠিক সময়ে আদায় করা যেতে পারে ।।

এজন্য একবার মনে করলাম ,

আমার প্রিয় ফেসবুক বন্ধুদের স্বরনাপন্ন হবো ।।

কিন্তু তার আর প্রয়োজন হয়নি ।।

কত কয়েকদিন আগে, আমার ''মার'' সাথে বিষয়টি শেয়ার করে পরামর্শ আর দোয়া চাইলাম ।।

আল্লাহর কি রহমত,

পরের দিন থেকে ঠিক সময় মত ফজরের নামাজ আদায় করতে পারছি ।।

আমি মনে করছি, ''আল্লাহ মায়ের দোয়া কবুল করেছেন'' তাই ঠিক সময়মত নামাজ আদায় করতে পারছি।।

তাই সবার উচিত, সকল কাজে সবার আগে মা-বাবার কাছে পরামর্শ আর দোয়া নেওয়া ।।

আর সর্বদা '' রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা'' বলে তাদের জন্য আল্লাহর কাছে প্রান ভরে দোয়া করা ।।

আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তিনি এমন বাবা- মা আমাকে দিয়েছেন ।।

আলহামদুলিল্লাহ ...

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File