ইরানি নতুন বছর উপলক্ষ্যে সবাইকে জানায় ইরানি গোলাপের শুভেচ্ছা...

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ১৯ মার্চ, ২০১৩, ০৫:৩৫:২০ বিকাল



আর একদিন পরেই আগমন ঘটবে ইরানি নতুন বছরের।। যাকে ফারসি ভাষায় বলা হয়ে থাকে

''ঈদে নউরুজ'' অর্থাৎ নতুন বছরের দিন ।।

এর প্রভাব পড়েছে ইরানের সবকিছুতেই বিশেষ করে বাজারে ইরানিদের নতুন বছরকে বরণের জন্য ভীড় লক্ষ্য করা যাচ্ছে ।।

ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার অবরোধ সত্ত্বেও জিনিস পত্রের দামে কিছুটা প্রভাব পড়লেও নতুন বছরকে বরণ করতে ইরানিদের মধ্যে কোন কমতি লক্ষ্য করা যাচ্ছেনা ।।

গতকাল ইরানের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষ্যে প্রত্যেক বছরের ন্যায় এবারও দীর্ঘ তিন সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে ।।

এই ছুটি পেয়ে আমাদের হলের ইরানের আশে পাশের দেশ গুলোতে যাদের বাসা যেমনঃ ইরাক, আজারবাইজান, সিরিয়া, ফিলিস্তিন ইত্যাদি।।

তারা দেশে ফিরে গেছেন ছুটি কাটাতে ।।

আজ ইরানি মাসের সর্বশেষ মাস '' ইসফান্দের ২৭ তারিখ''

আর মাত্র একদিনের অপেক্ষা তারপরে আগমন ঘটবে ইরানি বছরের প্রথম ফাসল বাহারের প্রথম মাস ফারভরদিনের প্রথম দিন ।।

ইরানি বছরে চারটি ফাসল রয়েছেঃ

১,বাহার ২,তোবেস্তুন

৩,পায়িঝ ৪,জেমেস্তুন

প্রত্যেকটি ফাসলের মধ্যে তিনটি করে মাস যথাঃ

১। বাহারের ঃ

১,ফারভরদিন ২, অরদিবেহেস্ত ৩, খোরদদ।

২। তোবেস্তনের ঃ

১,তীর ২, মুরদাদ ৩, সাহরিভর ।

৩। পায়িঝের ঃ

১,মেহের ২, আবন ৩, অজার ।

৪। জেমেস্তনের ঃ

১,দেই ২,বাহমান ৩, ইসফান্দ

চিন্তা করছি পড়ার উপর দিয়ে সময়টি অতিবাহিত করবো ।। আর যদি কোথাও ভ্রমণের আল্লাহ সুযোগ করে দেন সেটা আল্লাহর শুকরিয়া ।।

তবে পড়ার মধ্যেই থাকার ইচ্ছাটাই প্রবল,

বাকিটা আল্লাহর ইচ্ছা ।।

সবাইকে নতুন বছরের ইরানি গোলাপের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ।।

আল্লাহ হাফেয ।।

বিষয়: বিবিধ

২৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File