বাকশালী মনোভাব নিয়ে কোন কিছুকে দমানো যায়না ...

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৭ মার্চ, ২০১৩, ১১:০০:১৮ রাত

''বাঁশেরকেল্লা ও আমারদেশ'' এগুলো মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। এগুলো সরকার বন্ধ করে তাদের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেতে সহযোগিতা করছে।

বাকশালি মনোভাব নিয়ে কোন কিছুকে দমানো যায়না।

এটা বাকশালিরা ভুলে গেছেন। সেটা আবার তাদের মনে করিয়ে দিতে '' বাশেরকেল্লা'' পেজ সহযোগিতা করবে বলে আমি মনে করছি। কয়েক ঘণ্টার মধ্যে হাজার-হাজার ফ্যান বৃদ্ধি পেয়েছে।

এটাই এগুলোর স্থান কোথায় তাঁর প্রমান বহন করে।

কয়েকদিন আগে শাহাবাগকে নিয়ে আল-জাজিরা টিভি ১ম লাইভ শো করেছিলো সেদিন শাহাবাগিদের পক্ষে কথা বলেছিল।

কিন্তু কিছুদিন পরে যখন গোলাম আজমকে নিয়ে রিপোর্ট করা হল তখন আল-জাজিরা সাংবাদিক নিকোলাস হককে বাংলাদেশ থেকে বের করে দেয়া হয়। এরপর যখন সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরেন তিউনিসিয়া বিপ্লব কাভার করা সাহসী সাংবাদিক জামাল এল শাইয়্যান, ঠিক তখনই তথ্যমন্ত্রী ইনু আল-জাজিরাকে সরকার থেকে শাষিয়ে দেন।

তাই আল-জাজিরার সাংবাদিকরা পরিচয় গোপন করে সংবাদ সংগ্রহ করছেন।

আরেকটা বিষয় দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এজন্য যে, বাকশালি সরকার আগের ''বাশেরকেল্লা'' পেজ বন্ধ করে দিলেও সেখানেও ফ্যানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক এগিয়ে যার লাইক সংখ্যা বর্তমানে

(১২৪,৯৬৯) জন ।।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File