বাবা কি আসবেনা আর ফিরে ??
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১১:০১ রাত
বাবা, আমি তোমার পাশেই দাড়িয়ে আছি,
তুমি কি আমায় ডেকে আদর করবেনা !!
সেই তখন থেকে শিশুটি ডেকে যায়,
অবুঝ শিশুটিকে কে বোঝাবে,
বাবা তার আসবেনা আর ফিরে !!
বাবার পথ চেয়ে থাকে শিশুটি,
এই বুঝি ডেকে কোলে তুলে আদর দেবে !!
শিশুটির ডাকে তার বাবা সাড়া দেয়না।
দিবেই বা কিভাবে ??
তার বাবা তো মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে, না ফেরার দেশে।
শিশুটি আবারো বলে উঠে, বাবা তুমি কি আসবেনা আর ফিরে ??
আমায় তুমি দেবেনা সেই আদর ??
স্মৃতির পাতা থেকেঃ ভাইটির নাম শাহাদাত হোসেন ১৩ মে ২০১৩ ভোর সাড়ে তিনটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুরের আমজাদের মোড় সংলগ্ন এলাকায় র্যাবের 'ক্রসফায়ারে' না ফেরার দেশে পাড়ি জমান। আর কবরের পাশে যে শিশুটিকে দেখছেন তার নাম সাইমুম, ভাইটির একমাত্র সন্তান যে কিনা না বুঝতেই তার বাবাকে হারিয়েছে।
আল্লাহ ভাইটিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং এই ছোট্ট শিশুটিকে হেফাজত করুন, আমিন...
বিষয়: বিবিধ
১৬৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনিই উত্তম বিচারক!
আপনিই উত্তম অভিভাবক!!
আপনিই বিচার দিবসের মালিক!
মন্তব্য করতে লগইন করুন