শৈশবের সেই দীর্ঘ ঘুমের দিন !!

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪২:৫৫ রাত

সবে মাত্র ৯ম শ্রেনীতে উঠেছি। শুরু হয়েছে নতুন উদ্যোমে বিজ্ঞান বিভাগ নিয়ে পথচলা। ফজরের পরে সাইকেল নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে বের হওয়া। যা বিদ্যাপীঠের নিয়মিত জ্ঞান আহরণের মাধ্যমে সমাপ্তি ঘটে সন্ধ্যার কিছু আগে বাড়ি ফিরে।

সপ্তাহের দুইদিন বাদে প্রায় প্রত্যেকদিনই এরকমভাবে অতিবাহিত হতো।

ছিল নিজেকে অন্যদের সাথে এগিয়ে নিয়ে যাবার প্রতীযোগিতায় সাফল্য আনার দৃঢ় প্রতিজ্ঞা। সময়কে সর্বাত্মক কাজে লাগানোর দিনগুলো হয়তো জীবনের সেই মুহুর্তগুলোর মাঝেই পার করেছি।

অন্য দিনের মত বাসা থেকে বিদায় নিয়ে সাইকেল নিয়ে বের হয়েছি বিদ্যাপীঠের চিরচেনা সেই পথ ধরে। সেদিনের প্রাইভেট স্যারের বাসায় ছিলোনা, ছিল বিদ্যাপীঠে।

প্রাইভেটে স্যারের কাছে পড়া আদান-প্রদান চলছে। এমন মুহুর্তে আমার এক সহপাঠী এসে স্যারকে জানালো স্যার ৮ম শেনীর বৃত্তির ফলাফল দিয়েছে। ভুল না করলে হয়তোবা সেই বছর অথবা পরবর্তী বছর বৃত্তি পরীক্ষার জায়গায় সমাপনী পরীক্ষা চালু করা হয়েছিল।

সেই সময় এক জেলা থেকে তিন জন করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচিত করা হতো। আর বিভাগীয় শহর হওয়ায় তা পাওয়া ছিল প্রায় অসম্ভব !! কিন্তু অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতে তো দোষ নেই।

আমি স্যারকে বললাম আমিও তো দিয়ে ছিলাম। আমি কি তবে পাইনি ??

যে সংবাদটি নিয়ে এসে ছিল সে পুরোপুরি সংবাদটি পরিস্কারভাবে না দেওয়ায় কিছুটা সন্দেহে পড়ে গেলাম। তবে কিছুক্ষন পরে জানলাম আমাদের বিদ্যালয় থেকে একজনকে নির্বাচিত করা হয়েছে। তবে সেখানে আমার নাম নেই !!

তা শুনে মনটা খারাপই হয়ে গেল।

প্রাইভেট চলা অবস্থায় ফিরে আসলাম বাসায়। সেদিন আর ক্লাস করতে যেন মনোযোগই বসলোনা। বাসায় এসে সোজা বিছানায় ঘুম। সেদিন ছিল আমার জীবনের একটানা দীর্ঘ সময়ের ঘুমের রেকর্ড। সকাল ৯টায় শুরু করা ঘুম ভেঙ্গে ছিল রাতের কোন এক সময়।

আমার ভাষায় সেটা ছিল ''ঘুম দিবস''।

আজও মনে পড়ে সেই দিনের ঘুমের কথা। সাথে সেই সময়ের মেধাবী সহপাঠীদের সাথে স্মৃতিমাখা দিনগুলির কথা।

পথ চলতে চলতে জীবনের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন সব স্মৃতি। সেই স্মৃতিগুলো কখনো হাসায় কখনো বা কাঁদায়।

কখনো বা সামনে চলতে প্রেরনা যোগায়...

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266628
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪২
সুশীল লিখেছেন : দারুণ লিখেছেন।চলুক
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১০
210376
দিগন্তে হাওয়া লিখেছেন : ধন্যবাদ Good Luck
266768
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এতক্ষন ঘুম!!!
সম্ভবত এর আগে কয়েকদিন ঠিক মত ঘুম হয়নি।
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
210514
দিগন্তে হাওয়া লিখেছেন : ......... Happy
267215
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৫
আফরা লিখেছেন : পথ চলতে চলতে জীবনের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন সব স্মৃতি। সেই স্মৃতিগুলো কখনো হাসায় কখনো বা কাঁদায়।

কখনো বা সামনে চলতে প্রেরনা যোগায়..

সুন্দর কথা বলেছেন ধন্যবাদ ।
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩১
211399
দিগন্তে হাওয়া লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File