শুধু অঝরে কান্না আসে !! কেন জানিনা ??

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:০৩:৫৭ বিকাল

আজ মনে পড়ছে সেদিনের কথা। যেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ভাই শহীদ নোমানি ভাইকে ওরা কুপিয়ে হত্যা করেছিল।

সেদিন ছিল জুম্মার দিন।

আর আমার দাখিল পরীক্ষা চলছিল। আমি বাসায় পড়ছিলাম। মাঝে মাঝে টিভির খবর দেখছিলাম আর আমাদের ভাইদের কি অবস্থা তা জানার চেষ্টা করছিলাম। পরিচিত ভাইদের মোবাইলে পাচ্ছিলাম না। তাই চিন্তায় সময় অতিবাহিত করছিলাম।

আরও চিন্তায় ছিলাম অন্যদের সাথে আমার ভাই ও রাবিতে গেছিলেন এ কারনে ।

অনেকক্ষন পর আমার ভাই ঠিক দুপুর ১২ টা ৫০ হবে। আমাকে নোমানি ভাইয়ের শাহাদাতের খবর জানালেন ।

মোবাইলে ভেসে আসছে তাঁর ও তার পাশের ভাইদের কান্নার শব্দ। তা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝড়তে শুরু করলো ।

বুঝিনি সেদিন কিছের টানে চোখ দিয়ে পানি ঝড়ছিল । মা বললেন না কেঁদে আল্লাহর কাছে দোয়া কর। জুম্মার নামাজের পর আমার এক দায়িত্বশীল ভাইয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দিলাম। আমার বাসা থেকে হেঁটে যেতে রাবির পেছনের গেটে প্রায় ৪০মিনিট লাগে।

চারিদিকে নীরবতা । থমথমে পরিবেশ।

অবশেষে পোঁছালাম দেখলাম কিছু ভাই নামাজ আদায় করছেন। আর কিছু ভাই আহত হয়েছেন। কিছুক্ষন পরে বাসায় ফিরে আসি ।

আজ ও সেদিনের পুনরাবিত্তই ঘটলো। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির ফাঁসির রায় শুনে চোখে অঝরে কান্না এসে গেল।

সেদিন ছিলাম রাজশাহীতে। আজ আমি দেশের বাইরে অনেক দূরে কিন্তু কিছের টানে যেন চোখ দিয়ে অঝরে কান্না আসে। আজ সান্তনা দেবার মত পাশে মা নেই।

আল্লাহই আমার কাছের সাথী।

দোয়া করছি আল্লাহ আমাদের ভাইদের প্রতি সহায় হন, আমিন

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File