হামিদুর নিহত হয়েছেন গাজায় না সিরিয়ায় !!
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ১১ আগস্ট, ২০১৪, ০৮:২৪:০৯ রাত
গত ৫ আগস্ট ২০১৪, মঙ্গলবার ১৯:৫৭:০০ পিএম সময়ে, অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ ২৪ এ ''গাজায় নিহত হয়েছেন সিলেটের হামিদুর’’ এই শিরোনামে যে নিউজটি সবার মাঝে আলোড়ন সৃষ্টি করেছিল। প্রকাশিত সেই নিউজের লিঙ্কঃ http://www.banglanews24.com/fullnews/bn/312457.html
তিনি কি আসলেই গাজাতে নিহত হয়েছিলেন ??
এবার আশা যাক, ব্রিটিশ ও আন্তর্জাতিক গনমাধ্যমের নিউজ সাইটগুলো সে বিষয়ে কি বলছে। তাদের নিউজ মতে, তিনি গাজায় না সিরিয়াতে নিহত হয়েছেন। সে সব নিউজ মাধ্যমের লিঙ্কগুলোতে চোখ বুলানো যাক।
১, দ্যা গার্ডিয়ান পত্রিকার নিউজঃ http://www.theguardian.com/world/2014/aug/10/report-british-isis-fighter-muhammad-rahman-killed-syria
২, দ্যা টেলিগ্রাফঃ http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/11024035/British-Primark-jihadist-killed-fighting-with-Islamic-State.html
৩, ডেইলি মেইলঃ http://www.dailymail.co.uk/news/article-2721125/British-jihadi-went-fight-ISIS-sacked-Primark-killed-Syria.html
৪, ডেইলি স্টারঃ https://www.dailystar.co.uk/news/latest-news/393710/British-Isis-martyr-dies-militant-Syria-fight
যে নিউজ সাইটগুলোর প্রত্যকটি বলছে হামিদুর গাজায় না, সিরিয়াতে নিহত হয়েছেন।
অপরদিকে ফেসবুকে উপরের যে ছবিটি তার নামের সাথে ছড়িয়ে পড়েছে সেটি আসলে অনলাইনে আসে গত জুলাই মাসের ৭ তারিখে। সেই ছবির বিজনেস ইনসাইডার নিউজ সাইটের লিঙ্কঃ
http://www.businessinsider.com/10-most-important-things-in-the-world-right-now-conflict-in-gaza-2014-7
আর নিউজে পরিবার থেকে দাবি করা হয়েছে ঈদের আগের দিন তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনে ঈদুল ফিতর হয়েছে ২৮ জুলাই এবং বাংলাদেশে ২৯ জুলাই।
তাই বুঝতেই পারছেন !!
তাই যে কোন নিউজ শেয়ারের আগে ভেবে নিন নিউজটি আসলেই সত্য কিনা !! আর ''বাংলা নিউজ ২৪'' এর নিউজের ব্যাপারে সতর্ক থাকুন।
ধন্যবাদ...
বিষয়: বিবিধ
১৭৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন