২৭ জনের মধ্যে ২৩জন যোদ্ধা বেঁচে ফিরতে পারলেও বাকি.... !!
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৭ আগস্ট, ২০১৪, ০২:৪১:৩৮ দুপুর
তেহরানে একটি কাজে গিয়ে গাজার খান ইউনুসের পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপরে ওনার রুমে প্রবেশ করতেই তার মুখে অন্যদিনের মত হাসি চোখে না পড়ে খুব অবাকই লাগলো। গাজায় নির্মমতা দেখে এই মুহুর্তে মুখে হাসি থাকবে তা গাজার কোন ভাইয়ের কাছ থেকে কামনা করা যদিও শ্রেয় নয়।
কিছুক্ষন পরে জানতে পারলাম ওনার মামাতো ভাই শাহাদাতবরন করেছেন। তার পরে তিনি বর্ননা দিলেন শাহাদাতের সেই মর্মান্তিক ঘটনার। প্রায় একুশ দিন আগে ওনার মামাতো ভাই সহ প্রায় ২৭জন যোদ্ধা আল কাসসাম ব্রিগেডের অপারেশনে যোগ দেন।
তাদের অপারেশন ছিল টানেলের ভেতর দিয়ে ইসরাইলের ক্ষতি সাধন বা হামলা।
কিন্তু গাজায় স্থলপথে ইসরাইলের হামলা শুরু হলে রাফাহ সীমান্তের কাছাকাছি সেই টানেলের মুখ ইসরাইলের বিমান হামলায় বন্ধ হয়ে যায়। এর পরে দেখতে দেখতে চলে যায় একুশ দিন। পরিবারের সবাই ভেবে নেন তারা সকলেই শাহাদাতবরন করেছেন।
কিন্তু মহান রাব্বুল আলামীনের ইচ্ছায় তাদের সঙ্গে থাকা কিছু খেজুর এবং আল্লাহর অপার ক্ষমতায় সেই টানেলের ভেতরে সৃষ্টি হওয়া ফোয়ারা থেকে পানি সংগ্রহ করেই সেই দিনগুলি পার করতে সামর্থ্য হন।
গতকাল ২৭ জনের মধ্য থেকে ২৩জন যোদ্ধা বেঁচে ফিরতে পারলেও বাকি ৪জন ভাই শাহাদাতের অমীয় সুধা পান করেন। আর সেই শাহাদাতবরনকারীদের মাঝে একজন হচ্ছেন ভাইটির মামাতো ভাই।
আল্লাহ ওনাকে সহ বাকিদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন...
বিষয়: বিবিধ
১৫৪৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন