হে আল্লাহ, কাদের জন্য তোমার কাছে দোয়া করবো !!

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০২ জুলাই, ২০১৪, ১১:০৯:৪৫ রাত

প্রবাসে আসার পরে আরবদের কাছ থেকে দেখার সৌভাগ্য শুধুমাত্র ক্লাসমেট হিসেবে হয়েছিল। কিন্তু প্রায় ৩ মাস আগে এক বড় ভাইয়ের অনুরোধে আমাদের রুমে দুইজন ফিলিস্তিনি ছাত্রকে দেবার পরে তাদের আরো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বা হচ্ছে।

একজন ইজরাইলের হামলার কেন্দ্র গাঁজার অধিবাসি আর আরেকজন সিরিয়া থেকে কিন্তু মুলত ফিলিস্তিনি।

অনলাইনে যখন চোখে পড়ে পবিত্র মাসে রক্তমাখা কাপড়ে শাহাদাত বরনকারীদের কফিন তখন ফিলিস্তিনি না হলেও নিজের ভেতরটা কেঁপে উঠে। আর অপর প্রান্তে অবিশ্বাস্য হলেও সত্য আমাদের রুমের সে দুইজন ভাইয়ের মাঝে কোন প্রতিক্রিয়ায় চোখে পড়েনা।

হয়তোবা নির্যাতনের চরম সীমায় তাদের মাঝে আর কোন অনুভুতিই সৃষ্টি হয়না। কিন্তু ইসলামের ফরজগুলো তো জীবনের শেষ সময় পর্যন্ত আমরা পালন করতে বাধ্য !!

আমরা ইফতার করে মাগরিবের নামাজ আদায় করি আর তাদের একজন নিশ্চিন্তে ঘুমায় আর আরেকজন আসরের নামাজ আদায় করে।

আল্লাহ মাফ করুন।

এইতো প্রথম রমজানে সেহরি শেষ করে জানালার পাশে গিয়ে আজান কানে ভেসে আসছিল আর এক সিরিয়ান ছাত্র সিগারেট হাতে মোবাইলে কথা বলতে বলতে চক্কর দিচ্ছে।

হে আল্লাহ ,আমরা কি গাঁজায় ইহুদিদের হামলার শিকার সেই অসহায়, নিরীহ মানুষগুলোর জন্য তোমার কাছে দোয়া করবো, না এসব উদাসীন ভাইদের জন্য।

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241099
০৩ জুলাই ২০১৪ রাত ১২:২৪
উমাইর চৌধুরী লিখেছেন : :( I Don't Want To See
০৩ জুলাই ২০১৪ রাত ১২:৫৪
187154
দিগন্তে হাওয়া লিখেছেন : ভাই, ভাবতেছি আর দেখতেছি কি হচ্ছে :Thinking :Thinking
241104
০৩ জুলাই ২০১৪ রাত ১২:৫৪
দ্য স্লেভ লিখেছেন : ভাল মন্দ সকল স্থানেই আছে।
০৩ জুলাই ২০১৪ রাত ১২:৫৭
187155
দিগন্তে হাওয়া লিখেছেন : আপনার কথার সাথে একমত কিন্তু যখন বেশিরভাগের মাঝে একই রকম দেখতে পাই তখন সমীকরনটা সে ভাবেই কসতে হয়।
০৩ জুলাই ২০১৪ সকাল ১১:৫৬
187256
দ্য স্লেভ লিখেছেন : আসল বিষয় হচ্ছে,তাদের দেশের প্রতি আমাদের আলাদা আবেগ আছে। তাই কষ্টটা বেশী লাগে্ । মক্কার একজনকে রোজা করতে না দেখলে আরও বেশী কষ্ট লাগত
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪০
187332
দিগন্তে হাওয়া লিখেছেন : ঠিক তাই-ই //
241160
০৩ জুলাই ২০১৪ সকাল ০৫:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : এই জন্যইতো আমাদের এরকম দুঃখ দুর্দশা।
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৯
187331
দিগন্তে হাওয়া লিখেছেন : এসব চোখের সামনে দেখে খুব খারাপ লাগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File