হে আল্লাহ, কাদের জন্য তোমার কাছে দোয়া করবো !!
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০২ জুলাই, ২০১৪, ১১:০৯:৪৫ রাত
প্রবাসে আসার পরে আরবদের কাছ থেকে দেখার সৌভাগ্য শুধুমাত্র ক্লাসমেট হিসেবে হয়েছিল। কিন্তু প্রায় ৩ মাস আগে এক বড় ভাইয়ের অনুরোধে আমাদের রুমে দুইজন ফিলিস্তিনি ছাত্রকে দেবার পরে তাদের আরো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বা হচ্ছে।
একজন ইজরাইলের হামলার কেন্দ্র গাঁজার অধিবাসি আর আরেকজন সিরিয়া থেকে কিন্তু মুলত ফিলিস্তিনি।
অনলাইনে যখন চোখে পড়ে পবিত্র মাসে রক্তমাখা কাপড়ে শাহাদাত বরনকারীদের কফিন তখন ফিলিস্তিনি না হলেও নিজের ভেতরটা কেঁপে উঠে। আর অপর প্রান্তে অবিশ্বাস্য হলেও সত্য আমাদের রুমের সে দুইজন ভাইয়ের মাঝে কোন প্রতিক্রিয়ায় চোখে পড়েনা।
হয়তোবা নির্যাতনের চরম সীমায় তাদের মাঝে আর কোন অনুভুতিই সৃষ্টি হয়না। কিন্তু ইসলামের ফরজগুলো তো জীবনের শেষ সময় পর্যন্ত আমরা পালন করতে বাধ্য !!
আমরা ইফতার করে মাগরিবের নামাজ আদায় করি আর তাদের একজন নিশ্চিন্তে ঘুমায় আর আরেকজন আসরের নামাজ আদায় করে।
আল্লাহ মাফ করুন।
এইতো প্রথম রমজানে সেহরি শেষ করে জানালার পাশে গিয়ে আজান কানে ভেসে আসছিল আর এক সিরিয়ান ছাত্র সিগারেট হাতে মোবাইলে কথা বলতে বলতে চক্কর দিচ্ছে।
হে আল্লাহ ,আমরা কি গাঁজায় ইহুদিদের হামলার শিকার সেই অসহায়, নিরীহ মানুষগুলোর জন্য তোমার কাছে দোয়া করবো, না এসব উদাসীন ভাইদের জন্য।
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন