সেই প্রিয় ভাইটি এখন হাসপাতালে...
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২৬ মে, ২০১৪, ০৭:৩২:২৯ সন্ধ্যা
পুলিশ প্রহরায় হাসপাতালের বেডে শুয়ে থাকা যে ব্যাক্তিটিকে দেখছেন সে ভাইটির নাম আফজাল হোসেন যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক।
গত শনিবার রাত সাড়ে ৯ টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালাইমারি এলাকা থেকে মোটরসাইকেলসহ আটক হলেও সে সময় আটকের বিষয়টি অস্বীকার করে মতিহার থানার হায়েনারুপী কিছু পুলিশ সদস্য।
তারপরে অতীতের ইতিহাসের পথ ধরে রবিবার রাতে তথাকথিত বন্দুক যুদ্ধ। ভাগ্যক্রমে আল্লাহর ইচ্ছায় বেচে গেলেও গ্রেপ্তারের পরে অমানবিক নির্যাতনের মাধ্যমে মাজা থেকে নিচের দিকে পুরোটাই থেতলে দেওয়া হয়েছে।
এইতো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা। আর কি বলার আছে !! যদি তাদের ভাই অথবা সন্তানদের ধরে এ রকম করা হতো তবে হয়তো বুঝতো বন্দুক যুদ্ধ কাকে বলে? কত প্রকার ও কি কি ?
কেউ যদি দেশের আইন বিরোধী কোন কাজে সম্পৃক্ত থাকে তবে অবশ্যই তার বিচার কামনা করি কিন্তু কেন বন্দুক যুদ্ধের নামে মানুষকে মারার পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে ?
কোথায় আমাদের মানবাধিকার কর্মীরা তাদের চোখে কি এই নিউজগুলো একটু সময়ের জন্যও নাড়া দেয়না ?
তাদের কি মনুষত্ব বলে কিছু নেই ?
ভাইটির সাথে আমার ২০০৯ সালে পরিচয় তিনি তখন শিবিরের রাবি শাখার স্কুল কার্যক্রম সম্পাদক ছিলেন। ইয়ুথ সামিট নামক একটি প্রোগ্রামে রাবি শাখা থেকে কিছু ভাইদের নিয়ে ট্রেনে একসাথেই যাচ্ছিলাম। তারপরে কয়েক বছর পেরিয়ে গেছে। ভাইকে দেখেছি মিছিল, সমাবেশ, জেলখানায় ইসলামী আন্দোলনের কর্মীদের দেখাশুনার কাজে সর্বদা ব্যস্ত থাকতে।
সদা হাসিমাখা মুখের সেই ভাইটি আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি আজ কিছু হায়েনারুপী পুলিশের তথাকথিত বন্দুক যুদ্ধের বলি।
এর শেষ কোথায় ?
আজ আমার ভাই !! কাল আপনার তারপরে ...
এভাবেই কি চলবে...
সবশেষে প্রিয় ভাইটির জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন...
বিষয়: বিবিধ
১৫০২ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে দেশের এই মেধাবী সন্তানদের এভাবে শেষ করে ফেলার কি সার্থকতা থাকতে পারে বুঝতে পারি না ।
জামাত শিবির ধরতে পারলে পঙ্গু করে দেওয়া বা
ক্রস ফায়ারে দেওয়া। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে
ধংস করে দেওয়া। এটা শুধু হাসিনা নয় ইন্ডিয়ারও
প্লান ছিল।
প্লান ছিল।
উনার সুস্থতার জন্য দোয়া রইলো ...
মন্তব্য করতে লগইন করুন