ইরানে শিশুদের বই ঘরে কিছুক্ষন....
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ১৭ এপ্রিল, ২০১৪, ০৮:৪৬:৩৪ রাত
বাংলাদেশের একটি ম্যাগাজিনে বাংলাদেশী শিশুদের জন্য ইরানী কিছু গল্প বা কার্টুনের অনুবাদ করে দেবার জন্য কিছু বই কেনার লক্ষ্যে গতকাল সকালে আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শ্রদ্ধেয় শিক্ষক গেছিলাম ইরানের সর্ববৃহৎ বইয়ের বাজার নামে খ্যাত তেহরানের ইনকেলাবে ইসলামীতে।
বই ঘর গুলো দেখে খুব আনন্দিত হলাম এজন্য যে, ইরানী ছোট শিশুদের জন্য গল্প, কার্টুন, কবিতা, শিক্ষনীয়, সচেতন মূলক ইত্যাদি বইয়ের এত সমাহার যে, একটা দোকান ঘুরতেই সময় লাগলো প্রায় ১ঘণ্টা। এভাবে বই ঘর গুলো ঘুরতে ঘুরতে সময় যে কিভাবে চলে যাচ্ছিলো, বুঝতেই পারিনি !!
এবং প্রায় বইয়ের সাথে রয়েছে ছবি, সিডি, স্টিকার সহ আকর্ষনীয় কিছু সংযুক্ত।
এক কথায় অসাধারন !!
এছাড়াও ইন্টারনেটে ছোটদের জন্য রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ওয়েবসাইট। যেগুলো ইরানী শিশুদের গড়ে উঠতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে বলে আমার কাছে মনে হচ্ছে।
আমাদের দেশেও সংশ্লিষ্ট ব্যাক্তিদের শিশুদের জন্য এই বিষয়গুলোর প্রতি নজর দেয়ার যথেষ্ট প্রয়োজন আছে বলে মনে হয়।
বিষয়: বিবিধ
৩১৬৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। আমি দেশের কয়েকটা ম্যাগাজিনের জন্য মাঝে মাঝে কিছু ছোট ছোট গল্পের অনুবাদ করে দেবার কাজ শুরু করেছি। দোয়া করবেন।
ভালো লাগলো আপনার পোষ্টটি।
ইরান সংস্কৃতি কেন্দ্রের কিছু ছোটদের বই বাংলা অনুবাদে প্রকাশিত হয়েছিল। অত্যন্ত সুন্দর ও উন্নতমানের প্রকাশনা ছিল সেগুলি। আমাদের দেশে একে তো বই এর অভাব তার চেয়ে বেশি অভাব ছোটদের বইএর।
মন্তব্য করতে লগইন করুন