''মিসর ও মুসলিম ব্রাদারহুড'' তৃতীয় পর্বঃ
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ১৪ এপ্রিল, ২০১৪, ১০:২৪:৫৪ রাত
২০১১ সালের ৪ ফেব্রুয়ারি মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে প্রায় ২০ লাখের বেশি মানুষের সমাগম হয় এবং এ স্কয়ারে মুরসি সমর্থকদের জুমার নামাজ আদায়ের দৃশ্য আল জাজিরা, সিএনএন প্রভৃতি চ্যানেলের মাধ্যমে বিশ্ববাসী প্রত্যক্ষ করেন।
সেই দৃশ্য আসলেই ভুলে যাবার নয় !!
জানুয়ারি-ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ এই বিক্ষোভকালে প্রায় ৮০০ মানুষ শাহাদাত বরণ করেন। এর পরিপ্রেক্ষিতে ক্ষমতায় থাকাকালে দুর্নীতি ও ২০১১ সালের শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে মোবারককে গৃহবন্দী এবং এবং তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়।
হোসনী মোবারক ১৯৮১ সালের ১৪ অক্টোবর থেকে ১১ ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
তারপরে চলমান আন্দোলনে বাধ্য হয়ে প্রথম বারের মতো নির্বাচন দিতে বাধ্য হয় সুপ্রিম কাউন্সিল। এবং ২ দফার প্রেসিডেন্ট নির্বাচনে ২০১২ সালের ২৪ জুন মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী ড. মোহাম্মদ মুরসি মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মোহাম্মদ মুরসি পেয়েছিলেন ৫১ দশমিক ৭৩ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ শফিক পেয়েছিলেন ৪৮ দশমিক ২৭ শতাংশ ভোট।
কিন্তু এর মাত্র এক বছর পর ২০১৩ সালের জুলাই মাসের শুরুতে এক সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।
চলবে.....
চাইলে আগের দুইটি পর্ব পড়তে নিচের লিঙ্কে ভ্রমণ করে আসতে পারেনঃ
দ্বিতীয় পর্বঃ
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2875/knabilbd/41852#.U0v0IqK40f4
প্রথম পর্বঃ
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2875/knabilbd/41411#.U0v3gqK40f4
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চালিয়ে যান!
মন্তব্য করতে লগইন করুন