পালিত হল ইরানের বিপ্লব দিবস...
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৪:৩৭ রাত
গত ১০ তারিখে পালিত হল ইরানের বিপ্লব দিবস।
৯ তারিখ শেষে ১০ তারিখ পড়তেই ইরানের জনগণ
আল্লাহ আকবার ধ্বনি, আকাশে আতশবাজির মাধ্যমে দিনটি উযাপন শুরু করে। আতশবাজিতে আলোকিত হয়ে যায় তেহরান সহ আমাদের কাজভিনের আকাশ।
১০ তারিখ সকালে আমার শহর কাজভিনের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। মানুষের ঢলে রাস্তার এক পাশ থেকে অন্য পাশ দেখা যাচ্ছিলনা। আমিও অংশ গ্রহণ করেছিলাম তাদের সেই র্যালিতে।
পুরুষের চাইতে মহিলা ও শিশুদের পরিমাণ ছিল চোখে পরার মত।
সবার হাতে ছিল ফেস্টুন, ইরানের পতাকা ইত্যাদি।
সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছিলো ফারসিতে
''মারগ বারগ আমেরিকা'' মানে আমেরিকার ধ্বংস হোক।
''মারগ বারগ ইসরাইল'' ইসরাইলের ধংস হোক। আকাশে নিরাপত্তার জন্য টহল দিচ্ছিলো হেলিকপ্টার,
সব শেষে সকলে এক সমাবেশে মিলিত হয় এবং বিপ্লবে শাহাদাত বরণকারীদের স্মরণ করেন।
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন