''মিসর ও মুসলিম ব্রাদারহুড'' দ্বিতীয় পর্বঃ

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ৩০ মার্চ, ২০১৪, ১০:০৪:৩৯ রাত



১৯৫৩ সালের ১৮ জুন মিসরকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১৯৫৪ সালের এপ্রিলে কর্নেল জামাল আবুদল নাসের (১৯১৮-১৯৭০) নাগিবকে সরিয়ে ক্ষমতা দখল করেন।

১৯৫৬ সালের ২৩ জুন নাসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পরে ১৯৭০ সালের ২৮ সেপ্টেম্বর নাসের মারা গেলে আনোয়ার সাদাত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

১৯৮১ সালের ৬ অক্টোবরে সাদাত নিহত হওয়ার ফলশ্রুতিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট হোসনী মোবারক প্রেসিডেন্টের দায়িত্বে আসীন হন।

এভাবে ৩২ বছরের বেশি সময় মিসরকে শাসন করেন স্বৈরশাসক হোসনী মোবারক।

কিন্তু ২০১০ সালের শেষের দিকে আরববিশ্বে শুরু হয় রাজনৈতিক সুনামি। তিউনিসিয়ায় ১৭ ডিসেম্বর গণবিক্ষোভ শুরু হয়। ১৪ জানুয়ারি তিউনিসিয়ার সেই বিপ্লবের রেশ ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের নীলনদের দেশ মিসরেও।

২৫ জানুয়ারি ২০১১ সাড়া জাগানো সরকার বিরোধী গন বিক্ষোভের মুখে ১৮ দিনের ব্যাপক ও তীব্র আন্দোলনের মাথায় ১১ ফেব্রুয়ারি ২০১১ প্রেসিডেন্ট হোসনী মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

সাধিত হয় নীল বিপ্লব। এরপর থেকেই মিসরে রাজনৈতিক সঙ্কটের সূচনা হয়।

চলবে ...

প্রথম পর্ব পড়তে নিচের লিঙ্কে ভ্রমণ করে আসতে পারেনঃ

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2875/knabilbd/41411

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200523
৩০ মার্চ ২০১৪ রাত ১১:১৯
সুশীল লিখেছেন : ওরা শেষ রে ভাই, আর কাম হবে না
৩০ মার্চ ২০১৪ রাত ১১:২২
150296
দিগন্তে হাওয়া লিখেছেন : এখনো রাজপথে তাদের পদচারণা!! আল্লাহ ভরসা ।
200531
৩০ মার্চ ২০১৪ রাত ১১:৩৬
চেয়ারম্যান লিখেছেন : জানলাম অনেক কিছু
৩১ মার্চ ২০১৪ রাত ১২:২৯
150311
দিগন্তে হাওয়া লিখেছেন : আমিও জানাতে পেরে আনন্দিত।
200548
৩০ মার্চ ২০১৪ রাত ১১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো। চলুক।
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৬
150559
দিগন্তে হাওয়া লিখেছেন : ইনশা আল্লাহ,দোয়া করবেন।
200558
৩১ মার্চ ২০১৪ রাত ১২:৪৭
ভিশু লিখেছেন : সুন্দর শেয়ার!
ভালো লাগ্লো...Happy Good Luck
৩১ মার্চ ২০১৪ রাত ১১:০৮
150698
দিগন্তে হাওয়া লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File