ইরানে ডাক্তারি পড়াশুনায় ফর্সি ভাষার মর্যাদা
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:১৬:৪৬ সন্ধ্যা
গতকাল সারারাত লাইব্রেরিতে বইয়ের সাথে সময় কাটিয়েছি। একবার হাতে কলম, একবার বই অথবা মাউস। এই ভাবেই কেটেছে গতকাল সারারাত। সকলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় লাইব্রেরি ছিল নীরব নির্জন সেই সুবাদে পড়াশুনায় ভালই মনযোগ বসেছিল।
ফারসি ভাষার শেষ তিন মাসের কোর্সের পরীক্ষা শেষ হল কয়েকদিন আগেই। এখনো ফলাফল হাতে পাইনি। তাই পড়াশুনায় অতটা চাপ না থাকলেও ছুটির সময় গুলো কাজে লাগানোর একটা প্রয়াস মাত্র।
দেশের বাইরে অনেক দূরে আছি বাবা-মাকে ছেড়ে তাই প্রত্যেকটি সময়ের সৎ ব্যবহার করা অতন্ত জরুরী বলে আমার কাছে মনে হয়।
আর কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় কোর্সের ফলাফল হাতে পাব। আর তার পরেই শুরু হবে প্রি ইউনিভার্সিটি কোর্স। তাই আগে থেকেই প্রি- ইউনিভার্সিটির বইগুলো সম্পর্কে জেনে কিছুটা এগিয়ে থাকার চেষ্টা।
গতরাতে পড়ছিলাম আমাদের জীববিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন শব্দের ফার্সি রুপ। পড়তে গিয়ে যা দেখলাম ইরানের ভাষা বিদগণ জীববিজ্ঞান সংক্রান্ত প্রায় শব্দ গুলোকে ফার্সিতে অনুবাদ করেছেন। আর যে শব্দ গুলো আনুবাদ করতে পারেননি সেও শব্দ গুলো উচ্চারন কিছুটা আলাদা হলেও ফার্সিতে লেখার ব্যবস্থা করেছেন।
ভাষার মর্যাদা কিভাবে দিতে হয় ইরানিদের থেকে কিছুটা আমরা আচ করতে পারি। এবার আমি ফার্সিতে অনুবাদকৃত কিছু শব্দ আপনাদের সামনে উপস্থাপনা করবো ঃ
১, বংশগতি (وراثت) ২,ক্যাপসুল (پوشینه)
৩, নিউক্লিয়াস( هسته)
৪, শৈবাল (جلبک) ৫, ঝিল্লি (غشای)
৬, কোষ (سلول )
৭, প্রানরস (شیره) ৮, পেশীবহুল (عضلانی)
৯, লেন্স (عدسی )
১০,মাশরুম( قارچ ) ১১, রক্তকণিকা (گویجه ) ১২,কঠিন (جامد )
১৩, গহ্বর (حفره) ১৪, অণু (مولکول های)
১৫, অন্ত্র (روده )
১৬, কণা (ذرات ) ১৭, লালা( بزاق)
১৮, লসিকা (، غدد لنفاوی)
১৯, মাড়ি (لثه) ২০,ব্যাক্টেরিয়া ( باکتری )
২১, ভাইরাস (ویروس )
এছাড়াও ইরানের মেডিকেল গুলোতে মেডিকেলের প্রায় সকল বই অনুবাদ করা হয়েছে ফার্সিতে।
যাই হোক আমি যেহেতু মেডিসিনে পড়তে এসেছি তাই আর কি করার !! কোন উপায় নেই !! এই ভাবেই ফার্সি ভাষা আর সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশের ডাক্তারি পড়াশুনার সাথে নিজেকে টিকিয়ে রাখতে ইংরেজি আর নিজের মাতৃভাষা বাংলাতো আছেই তিনটা ভাষা নিয়ে এগিয়ে যেতে হবে।
বুঝতে পারছি সামনের পথচলা অনেকটাই কঠিন হবে তবুও আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাচ্ছি।
ইনশা আল্লাহ সফল হবো। আমার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
সবাই ভাল থাকবেন...
বিষয়: বিবিধ
২৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন