মিশরের বর্তমান পরিস্থিতির প্রভাব গাজা শহরেও পড়েছে তা নিয়ে গাজার এক ভাইয়ের সাথে কিছু কথা...

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৯ জুলাই, ২০১৩, ১০:১৯:১৯ রাত

আপনারা অবগত আছেন যে, মিশরের বর্তমান পরিস্থিতির প্রভাব গাজা শহরেও পড়েছে... আমি আজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ''জিহাদে ইসলামের'' সাবেক এক কর্মীর সাথে মিশরের বর্তমান পরিস্থিতিতে গাজা শহরে যে প্রভাব পড়েছে সে বিষয়ে কথা বলেছিলাম।

সেই কথা গুলো আপনাদের সামনে এখন তুলে ধরছি ...

আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, যে ভাইটির সাথে কথা হয়েছে সেই ভাইটির বাসা গাজা শহরেই...

আমার প্রথম প্রশ্ন ছিল তার কাছে গাজার বর্তমান অবস্থা কেমন?

-তিনি দুঃখভরে জানালেন বর্তমান অবস্থা খুবই করুন যেমন বিদ্যুৎ নেই, খাদ্য নেই, নেই ওষুধ গভীর কষ্টে জীবন যাপন করছে গাজাবাসী।

কেন এমন প্রকট অবস্থা ধারণ করেছে বলে আপনি মনে করছেন?

-আপনি জানেন মিসরের পরিস্থিতির জন্য গাজার এই অবস্থা। তবে গাজার এই অবস্থা প্রায় সবসময়ই থাকে। তারা রাফাহ ক্রসিং বন্ধ করে দিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র আসার পথ গুলোতে বসিয়েছে কড়া নজরদারি।

তাই বলা যায় গাজা প্রায় অবরুদ্ধ ...

বাংলাদেশের মানুষের জন্য ইজরাইল কর্তক ফিলিস্তিনে হামলার বিষয়ে যদি কিছু জানাতেন?

-তারা সুযোগ খুজে কখন হামলা করা যায় আর সুযোগ পেলেই আমাদের নিরীহ জনগণের উপরে হামলা চালায়। আসলে সবাই জানে কে হামলা চালাই তারাতো আসলে অন্যের হুকুমে চলে ...

-তিনি আরও বলেন, আমি ইরানে আসার পরে আমার কাছের কিছু বন্ধু ইজরাইলের হামলায় শাহাদাত বরন করেছেন। তারা আমার অনেক কাছের ছিল, যাদের কারো কারো সাথে আমি অতীতে কিছু ছবি তুলেছিলাম...

কিন্তু সেগুলো এখন শুধুই ছবি ...

আল্লাহ তাদের কবুল করুন, আমিন ...

আপনি ফিলিস্তিনের ভবিষৎ নিয়ে কি ভাবছেন ?

-আমি আশা করি, ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন স্বাধীনতার মুখ দেখবে...

আমি তার কথার সাথে একাত্মত্তা জানিয়ে বলেছি বাংলাদেশের মানুষও তাই আশা করে...

সবশেষে তিনি আমার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে ফিলিস্তিনের জন্য দোয়া কামনা করেছেন ...

সাক্ষাৎকারটি ফারসি থেকে অনুবাদ...

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File