টুডে ব্লগে আমার তিন মাসের পথ চলা ...

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ১৬ মে, ২০১৩, ১১:৩৭:০৯ রাত

ইরানে আসার কয়েকদিন পরে টুডে ব্লগে আমার আগমন ঘটেছিল। দেখতে দেখতে মনে হচ্ছে নিজের অজান্তেই তিন মাস পেরিয়ে গেছে।

এই তিন মাসে মনে হচ্ছে, টুডে ব্লগ আমার জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে।

এই ব্লগে আসার আগে সামহ্যয়ার ব্লগ ও সোনার বাংলা ব্লগে মাঝে মাঝে কড়া নাড়তাম ।

তারপরে আপনাদের সবার জানা, সোনার বাংলা ব্লগ বাকশালি থাবার শিকার। আর অন্য দিকে সামহ্যয়ার ব্লগ থেকে আমাকে ব্যান করা হলো ।

তার কিছু দিন পরেই আমার টুডে ব্লগে আগমন।

আমি যখন টুডে ব্লগে আসি তখন গুটি কয়েক ব্লগার ছিলেন কিন্তু তবুও তারা সবাই তাদের মেধা, মননশীলতা, চিন্তা-চেতনা, গবেষনাধর্মী লেখার মাধ্যমে টুডে ব্লগকে আলোকিত করে রেখেছিলেন।

আজ হাটি হাটি পা-পা করে টুডে ব্লগে সম্মীলন ঘটেছে অসংখ্য নতুন নতুন ব্লাগারদের আর তাদের সুন্দর, মনোমুগ্ধ লেখা গুলো আরও বেশী আলোকিত করেছে এই প্লাটফর্ম।

আমার আগমনের পরে অনেকেই আমাকে লেখার ব্যাপারে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছেন ।

আমি তাদের কাছে কৃতজ্ঞ। আশা করি ভবিষতেও তারা সেই ধারা অব্যাহত রাখবেন।

আর যাদের ধন্যবাদ না দিলেই নয় !! এত সুন্দর একটি প্লাটফর্ম উপহার দেবার জন্য টুডে ব্লগের পরিচালনায় নিয়োজিত ব্যাক্তিদের আশেষ ধন্যবাদ জানায়।

সবশেষে টুডে ব্লগের সবাইকে ইরানি গোলাপের শুভেচ্ছে জানায় ।



এবং সবার কাছে আমার জন্য দোয়া কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফেজ ।

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File