প্রিয় উপায়ন

লিখেছেন লিখেছেন হুমাইরা২০ ২৬ জুন, ২০১৩, ০৪:৩৬:০০ বিকাল





অপেক্ষাতে দিন কাটে

রাত কাটে তো ভোর হাসে

বেলা অবেলায় রঙ মাখে মন

হৃদয় মাঝে স্বপ্ন ভাসে।

সরলতায় মন দোলে

প্রান দোলে তো কোন ভবে

পাইনা খুঁজে কোন সাগরে

বা'রেক ভাসে ফের ডুবে।

স্বপ্ন গুলো হাতছানি দেয়

নীলাম্বরে উড়তে চায়

ডানা মেলা রঙ্গিন পাখির

নীড় হারানোর শংকা নাই।

ভালোবাসা জাগে শুধু

ডাকে কেবল, সকাল সাঁঝে নন্দনে

মল্লিকা রা রঞ্জিত হয়

নিবিড় সুখের বন্ধনে।

বুকের ভিতর ঝর্ণা বহে

বাতাশ বহে সুমিষ্ট

পাইনি তো টের কখন হল

ভালোবাসা ভূমিষ্ঠ।

অভিলাষ তুমি চঞ্চল প্রান

সব'চে প্রিয় উপায়ন

তুমি বিনা কোন ভাবেই

হাসবেনা মোর বাতায়ন.....

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File