ভালবাসার ডানা
লিখেছেন লিখেছেন হুমাইরা২০ ১৪ মে, ২০১৩, ০৫:২৭:৪৯ বিকাল
ভালবাসার আর্তনাদে
রৌদ্রের প্রখরতা অস্তির হয়
সবুজের শীতলতা রুক্ষময়|
পশ্চিমা সমীরণ পিছু হটে সঙ্গোপনে ;
অরুণিমা কৃষ্ণ চূড়া ফিকে হয়ে আসে
শিউলি গুলো মলিন হয় অসময়ে
রজনীগন্ধা জীবন শূন্য বিরাগে ।
ভালবাসার নিসুপ্তিতে
প্রিয় মাধবীলতা হেলে পড়ে অভিমানে,
বন্ধী হলদে পাখিটাও স্বাধীনতার সুগ্রান খুঁজে
গোধুলির লাল সূর্য মুখ লুকায় চুপিসারে ।
ভালবাসা ডানা ছড়ায়
রঙিন প্রজাপতির আদলে,
প্রজাপতির মাল্টিকালার পাখা বড্ড শর্ট-লাস্টিং
প্রবঞ্চকর; কষ্টসৃষ্টে,
ছো'লেই ত্যক্ত ।
বুঝি আমার ভালবাসার ডানা
হাত বাড়ালেই বিবর্ণ ;
বহুবর্ণ মিলিয়ে অবর্ণ
ভালবাসার অবেলা আমন্ত্রণে
আজ দুর্বুদ্য প্রহসন মনের সেলেটে।
বিষয়: বিবিধ
১৬৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন