একাত্তরের চেতনায় মত্ত
লিখেছেন লিখেছেন হুমাইরা২০ ১০ মে, ২০১৩, ১০:৩১:৫৭ সকাল
দৃষ্টি সীমার ওপারে
জলন্ত লেলিহান জালিয়েছ যা
মোম বাতি হয়ে গলে যাব হয়ত বা ।
আমি অন্ধ ,কর্ণযুগল ও বন্ধ
কেবল মুক্তির জয়গানে মত্ত,
একাত্তরের বিচারে দাবিতে দাড়িয়েছি আজ
শুধু দু:খে ভারাক্রান্ত।
আমি জানিনা ,আমি বুঝিনা
গনহত্তা বা আহত মানবতা ,
ফাসির দাবিতে মেকি সম্মিলন আমাদের
লেভেল'এ রেখেছি নির্লজ্জ সাধুতা ।
আমি উন্মাদ আগ্রাসী স্লোগানে , সৃষ্টিতে মহাপ্রলয়
ধর ধর ধর জবাই কর;
আস্ফালন এর রক্তের বন্যা যত,
এসব দৃষ্টি সীমার ওপারে ;এপারে আমি
শুধু একাত্তরের চেতনায় মত্ত ।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন