Ekti notun surjodoy chai
লিখেছেন লিখেছেন হুমাইরা২০ ০৬ মে, ২০১৩, ০৫:৪৭:০০ সকাল
ইয়া আল্লাহ্ ইয়া আল্লাহ্ বলে দুলা ভাই কেঁদেই যাচ্ছিলেন ফোন এ আর আমরা চরম উৎকন্ঠায় মারাত্মক জর্জরিত।
পল্টন এ দুলাভাই নির্বিচারে গুলিবর্শন দেখে এভাবেই কাঁদছিলেন..
আমার ভেতরটা অসহ্য চাঁপা কান্নায় নিস্তব্ধ হয়ে গিয়েছে।চিৎকার করে উঠতে চায় বার বার আবার অনেক কষ্টে থামিয়ে রাখছি।একটা আশা খুঁজে পাচ্ছি বলেই হয়তো...হ্যাঁ একটা আশার আলো দেখতে পাচ্ছি।
আমি একটা নতুন বাংলাদেশের কথা ভাবছি যা শীঘ্রই দেখতে পাবো।
সীমা অতিক্রমকারীরা কখনোই টিকে থাকতে পারেনি তোমরাও পারবেনা। তোমরা সীমারেখা অতিক্রম করেছো বহু আগেই।এখন শুধু তোমাদের শোচনীয় পরিণতি ঘটাতেই পাগলা কুকুরের ন্যায় আচরণ করছো,
এটা পরাজয়ের আগাম বার্তা।
ইতিহাসে আমরা সেভাবেই দেখেছি।
আল্লাহ্ তুমি সহায় হও,একটা নতুন সূর্যোদয় উপহার দাও।
ইয়া আল্লাহ্!
এত এতো রক্ত বৃথা যেতে দিও না। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ কে তোমার শত্রুদের দ্বারা পদদলিত হতে দিও না...
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন