¤Ochena oboyob!¤
লিখেছেন লিখেছেন হুমাইরা২০ ২০ এপ্রিল, ২০১৩, ১১:০৬:৩৫ সকাল
মেঘের আড়ালে
এক টুকরো চন্দ্রিমা
হাসি ভুলে,
যেতে যেতে ছায়াতলে
ফের পিছু নেয় নির্বোধ চাহনিতে
ঘোর বর্ষার তিমির রাত্রীর
ভেজা প্রতিচ্ছবি এক পা দু পা ফেলে
অতিশয় সন্তর্পণে সামনে এসে দাঁড়ায়;
অচেনা অবয়ব !
চোখ গুলো ঢের ভয়ার্ত
অস্পষ্ট আর্তচিৎকারে বিমর্ষ আমার পৃথিবী।
অভিলাষী আকাশ মেঘে ঢাকার নেশায়
হরদম মাতাল।
সমগ্র অবনী জুড়ে আজ্জ
বিষাদের ছবি
আলোহীন ছায়া মায়াহীন
দানবের মতই
গ্রাস করতে চায়
ছুটে আসে এক উন্মাত্ত ড্রাকুলা, বারংবার রক্তাক্ত আমি
আর আমার পৃথিবী।
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন