কুলাঙ্গারদের ভয়ে আমি দাড়ি কেটে ফেলতে পারবো না...

লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ১৫ মার্চ, ২০১৩, ১০:১৫:৩৯ রাত

কুলাঙ্গারদের ভয়ে আমি দাড়ি কেটে ফেলতে পারবো না...



বিদেশে যারা বাংলাদেশী প্রবাসী আছেন তারাতো অনেক অনেক নিরাপদ । তারা দেশের ভাই-বন্ধু আত্বীয়-স্বজনের জন্য সব-সময় খুবই চিন্তিত । বিশেষ করে বর্তমান আওয়ামী দু:শাসনে এমনটি ভাবাই স্বাভাবিক। সেদিন আম্মা বললেন-বিদেশ থেকে আমার ভাই নাকি মোবাইল করে বলেছে আমি যেন দাড়ি কেটে ফেলি । কথাটা ভাই আমাকে বলতে সাহস করেনি এবং আম্মাও সাহস করে সরাসরি কথাটা আমাকে বলেননি । তবে পরোক্ষভাবে বলেছেন ।

আমি অবাক হয়ে যাই- কুলাঙ্গার, ধর্মহীন, নাস্তিকদের ভয়ে আমি রাসূল (সা:.) এর সুন্নত দাড়ি কেটে ফেলব ? এটা আমি কখনও কল্পনাও করিনি ।

কি হতে পারে আমার দাড়ি রাখার অপরাধে সর্বোচ্চ শাস্তি ? মৃত্যু ?

আরে মৃত্যুতো এমন একটি গ্যারান্টেড জিনিস যে, পৃথিবীতে যদি কোন জিনিসকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় তা হচ্ছে জন্মের পর যে কোন সময় মৃত্যু আসবেই ।

মৃত্যু যদি অবধারিত সত্যই হয় আর মৃত্যুর পর যদি হাশর হয় সেখানে রাসূল (সা:.) এর সামনে আমি দাড়ি ছাড়া কিভাবে দাড়াবো ?

আওয়ামীলীগের কারনে কি আমি আল্লাহর প্রিয় হাবিব, আমার প্রাণের স্পন্দর, আমার নেতা, আমার আদর্শ হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নির্দেশ মেনে তা আবার অগ্রাহ্য করবো ?

তা কখনই আমার পক্ষে সম্ভব নয় ।

মালিকের ক্ষমা ছাড়া আর কিছুই চাইনা । আল্লাহ পাক যেন আমাকে আমার বিশ্বাস নিয়ে কলেমার জিকির করে করে মৃত্যু দেন । আমীন । [মিনহায] ১৪.০৩.২০১৩

ফেইসবুক থেকে.

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File