যারা বাংলাদেশ আন্দোলনে শরীক হয়নি তারা কি স্বাধীনতা বিরোধী ছিল ?
লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ১১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৯:৫৫ সকাল
১৯৭০-এর নির্বাচনের দীর্ঘ অভিযানে শেখ মুজিব প্রায় প্রতিটি নির্বাচনী জনসভায় জনগণকে আশ্বাস দিয়েছেন,
‘‘আমরা ইসলাম বিরোধী নই’’ এবং ‘‘আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই না’’ ।জনগণ তাকে ভোট দিয়েছিলেন তাদের অধিকার আদায়ের জন্য । পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হবার কোন মেন্ডেট তিনি নেননি । নির্বাচনের পরও এ জাতীয় সুস্পষ্ট কোন ঘোষণা তিনি দেননি ।
তাই ১৯৭১-এ যারা বাংলাদেশ আন্দোলনে শরীফ হয়নি, তারা দেশের স্বাধীনতার বিরোধী ছিল না । ভারতের অধীন হবার ভয় এবং ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্রের খপ্পরে পড়ার আশংকাই তাদেরকে ঐ আন্দোলন থেকে দুরে থাকতে বাধ্য করেছিল । তারা তখনও অখণ্ড পাকিস্তানের নাগরিকই ছিল । তারা রাস্ট্রবিরোধী কোন কাজে লিপ্ত ছিল না বা কোন বিদেশী রাষ্ট্রের পক্ষে কাজ করেনি । নিজ দেশের কল্যাণ চিন্তাই তাদেরকে এ ভূমিকায় অবতীর্ণ করেছিল । ১৬ই ডিসেম্বর পর্যন্ত তারা এ বিশ্বাসের ভিত্তিতেই কাজ করেছে । তাই আইনগত ভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায় না ।
নৈতিক বিচারে ব্যক্তিগতভাবে যারা নরহত্যা, লুটতরাজ, ধর্ষণ ও অন্যান্য অন্যায় করেছে, তারা অবশ্যই নরপশু । যাদের চরিত্র এ জাতের, তারা আজও ঐসব করে বেড়াচ্ছে । পাক সেনাবাহিনীর যারা এজাতীয় কুকর্মে লিপ্ত হয়েছিল, তারাও নরপশুদের অন্তর্ভূক্ত । যাদের কোন ধর্মবোধ, নৈতিক চেতোনা ও চরিত্রবল নেই, তারা এক পৃথক শ্রেণী । পাঞ্জাবী হোক আর বাংগালী হোক, এজাতীয় লোকের আচরণ একই হয় ।
-অধ্যাপক গোলাম আযম
বই: পলাশী থেকে বাংলাদেশ
পৃ: ২৬
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষমতার গরমে অন্ধ তারা।
তা কোন না কোন দিন উৎঘাটিত হবেই ।
আপনাকে ধন্যবাদ ।
তিনি যথার্থ বলেছেন, সহমত
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
আপনাকেও ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন