বুলেট কন্যা এখন মায়ের কোলে
লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ১৬ আগস্ট, ২০১৫, ০৩:০৫:৪৩ দুপুর
বাংলাদেশের ৪৪বছরের ইতিহাসে তোমরাই পেরেছ অনেক কিছু দেখাতে, ইতিহাসের রেকর্ড ভঙ্গ করতে । কার এমন সাহস যে এসব রেকর্ড সৃষ্টি করে ? শত শত রেকর্ডের মধ্যে বাকি ছিল মায়ের পেঠের শিশুকে গুলিবিদ্ধ করা । মনে করা হচ্ছিল সেটা তোমরা পারবে না । এমন পাষাণ কোন মানুষ হতে পারে ? না, সকলের ধারণাকে ভুল প্রমানিত করে তোমরা তাও করে দেখালে ।
শাবাশ বাপের বেটা, তোমরা তো এমন বাপের বেটা যে বাপের শোক দিবসেও গুলি করে পরস্পরকে খুন কর ।
চালিয়ে যাও নির্দিষ্ট সময় পর্যন্ত । জয় বাংলা ।
অবশেষে মায়ের কোলে ফিরল শিশু সুরাইয়া। নাড়িছেঁড়া ধন সুরাইয়াকে বুকে ফিরে পেয়েছেন মা নাজমা বেগম।
রবিবার বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করেন।
মায়ের গর্ভে গুলিবিদ্ধ হয়ে জন্মানোর পর থেকে সুরাইয়া ইনকিউভেটরে নিবিড় পর্যবেক্ষণে ছিলো। গত ৫ আগস্ট কিছুক্ষণের জন্য তাকে মায়ের কোলে দেয়া হলেও পরে আবার ইনকিউভেটরে রাখা হয় তাকে। ?
ধীরে ধীরে অবস্থার উন্নতি হলে তাকে মায়ের কাছে রাখার সিদ্ধান্ত নেয় দায়িত্বরত চিকিৎসকরা।
শিশুটির সর্বশেষ শারীরিক অবস্থা সর্ম্পকে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আশরাফ উল হক কাজল জানান, শিশুটি এখন ভলো আছে এবং তার মাও ভালো রয়েছে। তারা চাইলে আগামী দু’একদিনে মধ্যে বাড়ি নিয়ে যেতে পারবে।
কেবিনে মায়ের কাছে দেয়ার পর মা ও শিশু উভয়কেই অবজারভেশনে রাখা হবে এবং অবস্থার উন্নতি হলেই কেবল ছাড়পত্র দেয়া হবে বলেও জানান তিনি।
গত ২৩ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলিবিদ্ধ হওয়ার পর ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভে গুলিবিদ্ধ শিশুটিকে ভূমিষ্ঠ করা হয়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। (আরটিএনএন)
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলেছেন বটে
মন্তব্য করতে লগইন করুন